পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: প্রধানমন্ত্রী থেকে রাজ্যের বিরোধী দলনেতা নিজেদের পদ অনুযায়ী 'ঢপ' দিচ্ছেন, কটাক্ষ অভিষেকের

বুধবার কালনায় পঞ্চায়েত ভোটের প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 5, 2023, 7:33 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কালনা, 5 জুলাই: "প্রধানমন্ত্রী নিজের পদ অনুযায়ী বড় বড় ঢপ দিচ্ছেন আর শুভেন্দু অধিকারী দিচ্ছেন দিচ্ছেন ছোট ঢপ ৷ শুধু শুভেন্দু কেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দুর শুরু হয়েছে 'ঢপ' দেওয়ার প্রতিযোগিতা ।" বুধবার পূর্ব বর্ধমানের কালনা 2 ব্লকের বৈদ্যপুর স্কুল মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে এইভাবেই বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এদিন মঞ্চে উঠে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ রাজ্যে একের পর এক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে, ফলে জনগণ তাদের প্রাপ্য অনুদান পাচ্ছে না এই অভিযোগ তুলে সাধারণ মানুষকে ব্যালটে জবাব দেওয়ার আবেদন করেন অভিষেক । লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দেওয়া নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তর্ক-বিতর্ক অব্যাহত । অনুদানের নামে ভিক্ষা দেওয়া হচ্ছে বলে বিজেপি একাধিকবার অভিযোগ তুলেছে আগে ।

সেই প্রসঙ্গ তুলে ধরে এদিন অভিষেক বলেন, "বিজেপি বলছে তারা বাংলায় ক্ষমতায় এলে দু'হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে দেবে । অথচ ছ'মাস আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেওয়ার জন্য রাজ্যবাসীকে তারা ভিখারি বলে অপবাদ দিয়েছে । তাদের কাছে আজ হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রসাদ হয়ে গিয়েছে । আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের দু'কোটি মহিলাকে মাসে পাঁচশো ও হাজার টাকা করে পৌঁছে দিচ্ছেন ।"

এই প্রসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, বিজেপি গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তরাখন্ড, গোয়া, অসম, অরুণাচল-সহ কমবেশি 12টি রাজ্যে ক্ষমতায় আছে ৷ এইসব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে 1000 টাকা করে দিয়ে দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন ৷

আরও পড়ুন: নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

এদিন বিজেপি রাজ্য নেতৃত্বকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আর এখন তো সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, কে বেশি ঢপ মারবে । প্রধানমন্ত্রী নিজের পদ অনুযায়ী বড় ঢপ মারছেন আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে ছোট ঢপ মেরে যাচ্ছেন ।" মধ্যপ্রদেশে এক আদিবাসী ব্যক্তির দেহে এক বিজেপি নেতার বিরুদ্ধে প্রস্রাব করে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তারও নিন্দা করেছেন অভিষেক ৷

ABOUT THE AUTHOR

...view details