পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তারের পর জামিন যুবকের

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ওই যুবক।

By

Published : Feb 7, 2019, 1:33 AM IST

বিবেকানন্দ পাল

বর্ধমান, ৭ ফেব্রুয়ারি : ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্টের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। নাম বিবেকানন্দ পাল। তিনি স্থানীয় BJP কর্মী বলে পরিচিত। বাড়ি বাবুরবাগের শান্তি কলোনিতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে অশ্লীল ছবি পোস্ট ও মন্তব্য করে বিবেকানন্দ। পাশাপাশি অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে। অন্যদিকে, কানাইনাটশালের বাসিন্দা তাপস কর্মকার বিবেকানন্দের এই পোস্টে আপত্তি করেন। সন্ধের দিকে তাপসের সঙ্গে বিবেকানন্দের দেখা হয়। তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর কয়েকজন মিলে বিবেকানন্দকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তাপস কর্মকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিবেকানন্দকে গ্রেপ্তার করে।

গতকাল বিবেকানন্দকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতের হয়ে আইনজীবী কমল দত্ত ও শর্মিষ্ঠা সামন্ত জামিনের আবেদন করেন। জামিন মঞ্জুর করেন বিচারপতি রতনকুমার গুপ্তা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details