বর্ধমান, 7 জুন : বর্ধমানের বৈকুণ্ঠপুর-1 গ্রাম পঞ্চায়েত দখলের পথে BJP। গ্রাম পঞ্চায়েতের 18 জনের মধ্যে 8 সদস্য যোগ দিলেন BJP-তে। ফলে ম্যাজিক ফিগারে পৌঁছাতে BJP-র দরকার আর দুই সদস্যের সমর্থন।
গতকাল বর্ধমান শহরের BJP-র জেলা অফিসে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করলেন দিলীপ সরকার, শিপ্রা ব্যানার্জি, শৈলেন্দ্র নাথ ভট্টাচার্য, রিম্পা হালদার বিশ্বাস, জবা সরেন, ঝুমা কৈবর্ত এবং মহাদেব ওরাং । তাঁদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন BJP যুব মোর্চা নেতা শ্যামল রায়। অসুস্থ থাকায় এক জন অনুপস্থিত বলে জানান তিনি।
তাঁর দাবি, বৈকুন্ঠপুর-1 গ্রাম পঞ্চায়েতের আরও দু'জন সদস্য BJP-তে যোগদান করবেন। বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বোর্ড ভেঙে যাবে । পঞ্চায়েতের দখল নেবে BJP।
BJP-তে যোগ দিয়ে রিম্পা হালদার বিশ্বাস বলেন, " পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা আমাদের সঙ্গে কোনও আলোচনা করতেন না। তাঁরা নিজেদের মতো সিদ্ধান্ত নিতেন । পঞ্চায়েতে কী কাজ হচ্ছে সে সম্পর্কে আমদের অন্ধকারে রাখা হত ।"
এদিকে স্থানীয় তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত বলেছেন, "যারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছে, তারা মানুষের সঙ্গে বেইমানি করেছে । মানুষ তাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেই ভোট দিয়েছিল । মানুষ এর যোগ্য জবাব দেবে । "