আউশগ্রাম, 6 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ পাঁচশো কর্মী সমর্থকের । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ঘটনা । আজ কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় BJP নেতা দেবব্রত মণ্ডল । অন্যদিকে, আজ BJP-র বিজয় মিছিল বের হলে সেখানেও দলে দলে কর্মী সমর্থক যোগ দেন ।
অনুব্রতর আউশগ্রামে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 500 কর্মীর - join
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রামনগর অঞ্চলের পুরার, দেরিয়াপুর গ্রাম থেকে আজ পাঁচশো জন কর্মী সমর্থক BJP-তে যোগ করে ।
দেবব্রত মণ্ডল বলেন, "রামনগর অঞ্চলের পুরার, দেরিয়াপুর গ্রাম থেকে আজ পাঁচশো জন কর্মী সমর্থক BJP-তে যোগদান করেছেন । তাঁদের মধ্যে বেশিরভাগই সংখ্য়ালঘু সম্প্রদায়ের ।" যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, BJP-র দাবি মিথ্যা । তৃণমূলের কেউ BJP-তে যোগদান করেননি ।
অন্যদিকে, লোকসভা ভোটের ফল বের হওয়ার পর থেকেই আউশগ্রামের রামনগর এলাকায় BJP-র বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের গড় আউশগ্রামের রামনগর এলাকায় শাসকদল কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে । ফল ঘোষণার পরই রামনগর পঞ্চায়েতের প্রধান সঞ্জিত বিশ্বাস পঞ্চায়েতে আসা বন্ধ করে দেন । যদিও সঞ্জিতবাবু জানান, BJP-র হাতে আক্রান্ত হওয়ার ভয়েই তিনি বাইরে আছেন ।