বর্ধমান, 17 মে :সন্দেহজনক তেজস্ক্রিয় পদার্থ পাচারের সময় এসটিএফ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে ধরা পড়ল তিনজন (Radioactive Trafficking in Burdwan)। বর্ধমান শহরের পারবীরহাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ । ধৃতরা হল নিমাই দাস, আশিস চট্টোপাধ্যায় ও পার্থ পাল । এদের মধ্যে পার্থর বাড়ি হুগলির কানাইপুর এলাকায় । বাকি দু'জন পূর্ব বর্ধমান জেলারই বাসিন্দা বলে জানা গিয়েছে ।
সূত্র মারফত পুলিশ জানতে পারে বর্ধমান শহরে তেজস্ক্রিয় পদার্থ বিক্রির উদ্দেশ্যে কয়েকজন যুবক জড়ো হয়েছে । এরপরেই এসটিএফ ও বর্ধমান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পারবীরহাটা এলাকা থেকে তিন যুবককে ধরে ফেলে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই তেজস্ক্রিয় পদার্থ পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করার পরিকল্পনা চলছিল । ইতিমধ্যেই ধৃতদের কাছ থেকে ওই তেজস্ক্রিয় পদার্থ বাজেয়াপ্ত করে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, ওই তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরক তৈরির জন্য হয়তো নিয়ে যাওয়া হচ্ছিল ।
এই বিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল বলেন, সূত্র মারফত খবর পেয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । তারা তেজস্ক্রিয় পদার্থ বিক্রির জন্য জড়ো হয়েছিল ।
Radioactive Trafficking : তেজস্ক্রিয় পদার্থ পাচারের সময় এসটিএফের জালে 3
এসটিএফ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ অভিযানে তেজস্ক্রিয় পদার্থ পাচার করতে গিয়ে গ্রেফতার 3 (Radioactive Trafficking in Burdwan) ৷ বর্ধমান শহরের পারবীরহাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ৷
তেজস্ক্রিয় পদার্থ পাচারের সময় এসটিএফের জালে 3