ভাতার, ২ মার্চ : দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে ধরে ফেলে ভাতার থানার পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভাতার থানার বামশোর এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মদন শেখ এবং বাপ্পা মাঝি। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ছিনতাই করে পালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 - ভাতার
রাতের বেলা বাড়ি ফিরছিলেন ভাতারের বাসিন্দা কৌশিক সাহা। অভিযোগ সেসময় তাঁর কাছ থেকে টাকা, মোবাইল সোনার চেন সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় 2 দুষ্কৃতী।
আরও পড়ুন-সরকার গড়বে তৃণমূল, জনসভায় বললেন বিজেপি নেতা
ভাতারের বামশোর গ্রামের বাসিন্দা কৌশিক সাহা। ভাতারের বলগোনা বাজার এলাকায় তার একটা মদের দোকান আছে। সোমবার রাতে বাড়ি ফেরার সময় তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। অভিযোগ, মদন ও বাপ্পা তাঁকে বেধড়ক মারধর করে এবং তাঁর কাছে থাকা 65 হাজার টাকা কেড়ে নেয়। পুলিশকে কৌশিক জানায় টাকার পাশাপাশি তাঁর তিনটি মোবাইল ফোন, সোনার চেনও ছিনতাই করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ভাতার থানার পুলিশ বিভিন্ন এলাকায় চেকিং শুরু করে। এবং দুই দুষ্কৃতীকে ধরে ফেলে।
ভাতার থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই বিভিন্ন এলাকায় চেকিং করতে শুরু করে। চেকিংয়ের সময় মদন শেখ এবং বাপ্পা মাঝিকে পুলিশ ধরে ফেলে। তাদের কাছ থেকে একটা পিস্তল, মোটরসাইকেল ও গুলি উদ্ধার করেছে।