ভাতার, 22 জুন : ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 150টি পরিবার কংগ্রেসে যোগদান করলেন । প্রদেশ কংগ্রেসের রাজ্য যুব INTUC-র চেয়ারম্যান প্রশান্ত সামন্তের হাত ধরে ওই 150 পরিবার যোগদান করে ।
এর আগে ভাতারের বামশোর গ্রামের 600 পরিবার কংগ্রেসে যোগদান করেছিল । কংগ্রেসে যোগদানকারীদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে থাকাকালীন এই রাজ্যের শাসকদলের কাছ থেকে কোনও সুযোগ সুবিধা পাননি । তাঁঁরা আরও জানান, প্রদেশ কংগ্রেস নেতা তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরির থেকে তাঁরা অনেক সাহায্য পেয়েছেন । তাই তাঁঁরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ।