পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাতারে কংগ্রেসে যোগ 150 পরিবারের - পূর্ব বর্ধমান

ভাতারের সন্তোষপুর গ্রামে 150 পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করলেন ।

150 families joined congress in burdwan
কংগ্রেসে যোগ 150 পরিবারের

By

Published : Jun 22, 2020, 10:10 PM IST

ভাতার, 22 জুন : ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 150টি পরিবার কংগ্রেসে যোগদান করলেন । প্রদেশ কংগ্রেসের রাজ্য যুব INTUC-র চেয়ারম্যান প্রশান্ত সামন্তের হাত ধরে ওই 150 পরিবার যোগদান করে ।

এর আগে ভাতারের বামশোর গ্রামের 600 পরিবার কংগ্রেসে যোগদান করেছিল । কংগ্রেসে যোগদানকারীদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে থাকাকালীন এই রাজ্যের শাসকদলের কাছ থেকে কোনও সুযোগ সুবিধা পাননি । তাঁঁরা আরও জানান, প্রদেশ কংগ্রেস নেতা তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরির থেকে তাঁরা অনেক সাহায্য পেয়েছেন । তাই তাঁঁরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ।

সন্তোষপুর গ্রামের বাসিন্দা শেখ মুনজির জানান, “আমি সুরাটে কাজে গেছিলাম । সেখান থেকে বারবার আমাদের গ্রামের শাসকদলের নেতৃত্বকে ফোন করেছিলাম । কিন্তু কোনও উত্তর পাইনি । তাই আমরা কংগ্রেসে যোগদান করলাম । কংগ্রেস আমাদের সাহায্য করেছে । এই পরিস্থিতিতে আমরা বাড়ি ফিরতে পেরেছি ।”

সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ভাতারের জাতীয় কংগ্রেসের উত্থান রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রদেশ কংগ্রেসের সভাপতি তপন সামন্ত, পশ্চিমবঙ্গ রাজ্য যুব INTUC-র চেয়ারম্যান প্রশান্ত সামন্ত ও ভাতার ব্লকের কংগ্রেস নেতা বজলুর রহমান করিম । সবশেষে সন্তোষপুর গ্রামে মিছিল বের হয় ।

ABOUT THE AUTHOR

...view details