দাসপুর, ১৪ মার্চ : "প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা সাংসদ হয়েছেন। কিন্তু শুটিং নিয়েই ব্যস্ত থাকেন। একদিনও সংসদে যান না।" আজ একথা বলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
দাসপুরের তাজপুরে CPI(M)-এর কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। বক্তব্য রাখার সময় তিনি ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর(দেব) নাম না করে কটাক্ষ করেন। বলেন, "অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী বানিয়েছে। শুটিং বাতিল করে কয়েকদিন ঘুরঘুর করবে। তারপর ভোটে জেতার পরে সংসদে তাঁদের আর দেখা যায় না। কয়েকজন প্রখ্যাত অভিনেতা সাংসদ হয়েছেন। অথচ একদিনও সংসদে যাননি। পাঁচবছরে একবারও কোনও প্রশ্ন করেননি। পার্লামেন্টে কেন পাঠানো হয়? যাতে মানুষের সমস্যার কথা বলতে পারে। কিন্তু তাঁরা তো পার্লামেন্টে যায় না। আর কোনও প্রশ্নও করে না।"