মেদিনীপুর,18 মার্চ : পোস্ট অফিসে আসেনি নির্দেশিকা ৷ কিন্তু সংক্রমণের ভয়ে মুখে মাস্ক পরলেন ডাককর্মীদের। এরকমই চিত্র মেদিনীপুর শহরের প্রধান ডাকঘরে। সপ্তাহের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে মুখে মাস্ক লাগিয়ে কাজ । রং-বেরঙের মাস্ক মুখে বেঁধে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন ডাকঘরের কর্মীরা। যদিও ডাকঘর অধিকর্তা জানান, "এখনও কোনও নির্দেশিকা আসেনি ৷ সংক্রমণের ভয়ে কর্মীরা নিজে থেকেই মাস্ক বেঁধেছে। "
কোরোনা ভাইরাস নিয়ে বর্তমানে গোটা বিশ্বে তোলপাড় । ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে এক'শোরও বেশি । এই পরিস্থিতিতে সংক্রমণের হাত থেকে বাঁচতে ডাকঘরের কর্মীরা ব্যবহার করছেন মাস্ক । হাতে বার বার ব্যবহার করছেন স্যানিটাইজ়ার । মুখে মাস্ক লাগিয়েই করছেন ডাকঘরের যাবতীয় কাজকর্ম ।
কোরোনা আতঙ্কে মেদিনীপুরে মাস্ক পরে কাজ ডাককর্মীদের
পোস্ট অফিসে আসেনি নির্দেশিকা ৷ কিন্তু সংক্রমণের ভয়ে মুখে মাস্ক পড়লেন ডাককর্মীদের।
ছবি
ভাইরাসের মোকাবিলায় মুখে মাস্ক ৷ এরকমই জানাচ্ছেন ডাকঘর কর্মীরা । দেশ বিদেশের জায়গায় টাকা এবং যাবতীয় তথ্য পাঠানোর কাজ হয় এই ডাকঘরের মাধ্যমে । তাই সংক্রমণের ভয় । ডাকঘর অধিকর্তা অসিত কুমার মহান্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"উপর থেকে কোনও নির্দেশিকা আসেনি । ডাকঘরের কাজ করা কর্মীরা আতঙ্ক এবং সংক্রমনের ভয়ে মাস্ক পরেছেন । "
Last Updated : Mar 18, 2020, 2:59 PM IST