মেদিনীপুর, 2 মে : কেন্দ্রের তালিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর অরেঞ্জ জো়ন থেকে প্রবেশ করেছে রেড জো়নে । তাই সতর্ক জেলা পুলিশ প্রশাসন । এলাকায় পুলিশি অভিযান চলছে । পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে ।
অরেঞ্জ ছেড়ে রেড জো়নে পশ্চিম মেদিনীপুর, সতর্ক পুলিশ প্রশাসন - pulish
একের পর এক কোরোনা পজ়িটিভের সংখ্যা বাড়ায় অরেঞ্জ জো়ন থেকে রেড জো়নে প্রবেশ করল পশ্চিম মেদিনীপুর ।
পশ্চিম মেদিনীপুর প্রথম থেকে গ্রিন জো়নে অবস্থান করছিল । কিন্তু দাসপুরে প্রথম কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপর একই পরিবারের তিনজন আক্রান্ত হওয়ায় ক্রমশ গ্রিন জো়ন থেকে বেরিয়ে আসে পশ্চিম মেদিনীপুর জেলা । বেলদার এক বৃদ্ধের কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পরই গ্রিন থেকে অরেঞ্জ জো়নে প্রবেশ করে জেলা । পরে খড়গপুর রেল পুলিশের 6 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক বাড়ে পশ্চিম মেদিনীপুরে। পরবর্তীকালে রেল পুলিশের আরও 4 জন কোরোনা পজ়িটিভ হন । কোরোনায় আক্রান্ত হন ঘাটালের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারও । এর ফলে চাপ বাড়তে থাকে । চিন্তিত হয়ে পড়ে জেলা স্বাস্থ্য বিভাগ । নবান্ন থেকেও আপডেট দেওয়া বন্ধ হয় সংবাদ মাধ্যমের কাছে । ফলে কানাঘুষো শোনা যাচ্ছিল তাহলে কি পশ্চিম মেদিনীপুর রেড জো়নে ? সেই সম্ভাব্য প্রশ্নকে বাস্তব চেহারা দিল স্বাস্থ্য মন্ত্রক । কেন্দ্র থেকে আসা প্রতিনিধিদল এলাকা ঘুরে যাওয়ার পরই পশ্চিম মেদিনীপুর প্রবেশ করে রেড জো়নে।
যদিও এনিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সংঘাত শুরু হয়েছে । এদিকে রেড জো়ন ঘোষণা হওয়ায় জেলাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষজন । রাস্তাঘাটের নজরদারির জন্য ড্রোনের উপর ভরসা রাখছে পুলিশ প্রশাসন । জেলার ব্যস্তবহুল মোড়ে মোড়ে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে তারা । যাতে লকডাউন ভেঙে কেউ কোনওভাবে জমায়েত না করে।