খড়গপুর, 14 ই মার্চ : বাংলাকে পাখির চোখ করে রেল শহর খড়গপুরে বিজেপির প্রার্থীর সমর্থনে মেগা রোড শো অমিত শাহর । ব়্যালিতে অমিত শাহ, দিলীপ ঘোষ কৈলাশ বিজয়বর্গীয়, প্রার্থী হিরণ চ্যাটার্জি ছিলেন ।
নির্ধারিত সময় 5.30 টা থাকলেও প্রায় এক ঘণ্টা পর তিনি রোড শো করেন রেল শহরে । ফলে, বিজেপি সমর্থকদের মধ্যে যেমন উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটে, তেমনই অনেক কর্মী আবার বাড়িও ফিরে যান । এদিন মথুরা কাটি মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি করা ছিল । নির্ধারিত সময় 5:15 এর পরিবর্তে, প্রায় আধঘণ্টা পর হেলিকপ্টারে সেখানে পৌছান শাহ । প্রায় সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষায় মালঞ্চ এলাকায় ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা । স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার আসতেই উচ্ছ্বাসে ভেঙে পড়েন সবাই । স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানাতে ওঠে হাততালির রোল । প্রায় এক ঘণ্টা দেরিতে মিছিল শুরু করেন তিনি । হুড খোলা বাসে উঠে ফুল ছুঁড়তে ছুঁড়তে রোড শো করেন শাহ । এদিন অমিত শাহের মিছিলে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো । সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে উৎসাহ দেন তাঁদের ।