মেদিনীপুর, 7 মার্চ:কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে জঙ্গলমহল থেকে আসছেন 50 হাজারেরও বেশি মানুষ ৷ 350টি বাস ও ছোট বড় গাড়ি এবং ট্রেনে চড়ে ব্রিগেডে আসছেন তাঁরা । এই ব্রিগেড থেকেই রাজ্যে রাজনীতির নতুন সমীকরণ সৃষ্টি হবে বলে দাবি ভারতীয় জনতা পার্টির ।
একুশের নির্বাচনের ব্রিগেডে আজ বিজেপির মেগা ইভেন্ট ৷ এই সমাবেশকে সফল করতে কোনও কসুর বাকি রাখছে না গেরুয়া শিবির ৷ ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব । ব্রিগেডে হাওড়া, দুই 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিবাদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছতে শুরু করেছেন ।
পশ্চিম মেদিনীপুর থেকেও বহু মানুষ আসছেন মোদিকে দেখতে ও তাঁর ভাষণ শুনতে । আসছেন ঝাড়গ্রাম ও মেদিনীপুরের সঙ্গলমহলের মানুষ ৷ বিজেপির দাবি, ব্রিগেড ভরাতে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল থেকে 50,000 মানুষ আসছেন ৷ আসছে প্রায় 350-400টি বাস । এ ছাড়াও ছোট বড় গাড়িতে চড়ে ও ট্রেনেও মানুষ ব্রিগেডে আসছেন ।