পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Daspur Road Conditon: রাস্তা সারাইয়ের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ, ভোট বয়কটের ডাক - পথশ্রী প্রকল্প

পশ্চিম মেদিনীপুরে পথশ্রী প্রকল্পের রাস্তা ঢালাইয়ের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ সরকারি বোর্ডে উন্নয়নের জন্য লেখা আছে একটি রাস্তার নাম ৷ সেই বোর্ড তৃণমূল নেতার বাড়ির সামনের রাস্তায় বসিয়ে কাজ হচ্ছে ৷ প্রতিবাদে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 8, 2023, 2:19 PM IST

Updated : May 8, 2023, 3:04 PM IST

রাস্তা সারাইয়ের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে

দাসপুর, 8 মে : পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ বিরোধী রাজনৈতিক দলে। সরকারি বোর্ডে লেখা আছে এক রাস্তার নাম আর বোর্ড বসিয়ে কাজ হচ্ছে অন্য রাস্তার ৷ সেই রাস্তাটি নাকি আবার তৃণমূল নেতার বাড়ির সামনের রাস্তা ৷ রাস্তা সারাই নিয়েও একপ্রকার দুর্ণীতির অভিযোগে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েত এলাকার বিষ্ণুপুর গ্রামের ঘটনা ।

গ্রামবাসীদের কথায়, বিষ্ণুপুর গ্রামের তেলিপুকুর থেকে দোলই পাড়া পর্যন্ত দেড় কিলোমিটার ঢালাই রাস্তার অনুমোদন হয় ৷ এই দেড় কিলোমিটার রাস্তা তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 53 লক্ষ 17 হাজার 592 টাকা । এই রাস্তার কাজ শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসের 20 তারিখ ৷

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে তেলিপুকুর থেকে দলুইপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার কঙ্কালসার চেহারা ৷ এটি গ্রামের প্রধান রাস্তা ৷ প্রতিদিন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে । অথচ একটু বৃষ্টি হলেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা । এমনকী রাস্তার বেহাল অবস্থার কারণে টোটো, বাইক উলটে দুর্ঘটনাও ঘটে ৷ রাস্তা ঢালাই এর জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি।

তেলিপুকুর থেকে দলুইপাড়া পর্যন্ত রাস্তা ঢালাইয়ের জন্য বেশ কয়েকবার গ্রামবাসীদের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন শাসকদলের নেতা কর্মীরা । এরপরেই বেহাল রাস্তা ঢালাইয়ের জন্য পথশ্রী প্রকল্পে টাকা বরাদ্দ হয় ৷ অভিযোগ, সেই টাকাতেই বিষ্ণুপুর গ্রামের পশ্চিম পাড়ায় মাঠের রাস্তা যেটি স্থানীয় তৃণমূল নেতার বাড়ির সামনে রাস্তা, সেটিরই সারাইয়ের কাজ চলছে ৷ এই রাস্তাতেই বসানো হয়েছে পথশ্রী প্রকল্পের বোর্ড ৷ সেখানেই উল্লেখ করা হয়েছে তেলিপুকুর থেকে দলুইপাড়া পর্যন্ত রাস্তার নাম ৷ অথচ কাজ চলছে অন্য রাস্তার ৷

আরও পড়ুন: পূরণ হয়নি প্রতিশ্রুতি, ইন্দিরা কলোনির বস্তিবাসীর 'ভোট বয়কট'-কে পাত্তাই দিলেন না বিধায়ক চিরঞ্জিত

এতেই তীব্র ক্ষোভ গ্রামবাসীদের । তাদের দাবি, এই রাস্তা ঢালাই না হলে ভোট দিতে যাবে না তারা । রাস্তা নিয়ে ইতিমধ্যেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বাম বিজেপি । প্রশাসনের তরফ থেকে রাস্তার যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা পরিবর্তন করা হয়েছে । দাসপুরের বিভিন্ন এলাকায় রাস্তার কাজের ক্ষেত্রে এরকম চরম গাফিলতি করা হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি থেকে সিপিএম । এই প্রসঙ্গেই দাসপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি সৌমিত্র সিংহ রায়ের দাবি, এই এলাকার দু‘টো রাস্তার দুটো স্কিম পাঠানো হয়েছিল । দুটোই অ্যাপ্রুভ হয়েছে । এর মধ্যে কোনটার কাজ আগে হচ্ছে আবার কোনোটার কাজ পরে হবে । তা নিয়ে কেউ কেউ গ্রামের মানুষজনকে ভুল বোঝাচ্ছে ।

Last Updated : May 8, 2023, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details