মেদিনীপুর, 28 জানুয়ারি: এবার সমস্ত দশ চাকা এবং চার চাকার গাড়িতে বসছে নতুন ধরনের জিপিএস ট্র্যাকার (GPS)। যার নাম দেওয়া হয়েছে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম । ফেব্রুয়ারি মাসের পর থেকে মেদিনীপুরে চালু হয়ে যাবে এই সিস্টেমটি (Vehicle Location Tracking System) ৷
একসময় দিল্লির এক নির্ভয়াকাণ্ড গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল । আর তার পরে থেকই নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ বিশেষত বাণিজ্যিক গাড়িগুলির ক্ষেত্রে ৷ যেসমস্ত চার চাকা, দশ চাকা ও কুড়ি চাকার গাড়ি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলিতে আপাতত লাগনো হবে এই ডিভাইসটি ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গাড়িতে ট্র্যাকিং সিস্টেম বসানোর কাজ । এই ট্র্যাকিং সিস্টেম নাম দেয়া হয়েছে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম ৷ এই যানবাহনগুলি একটি বোতাম থাকবে দুর্ঘটনার শিকার হলে সেটি টিপে দিলেই তার সিগন্যাল চলে যাবে পার্শ্ববর্তী যে কোনও থানার পুলিশের কাছে । বার্তা চলে যাবে স্থানীয় পরিবহণ দফতরেও। যার ফলে অতি সহজেই পুলিশ যানবাহনটির লোকেশান জানতে পারবে ৷ সহজেই ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার এবং বিপদগ্রস্ত যাত্রীদেরও অতি তৎপরতা সঙ্গে উদ্ধার করা যাবে।