পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিঘার সমুদ্রে নেমে মৃত দুই , চিকিৎসাধীন আরও দুই - সমুদ্রে নেমে মৃত 2

চার বন্ধু নিজস্ব কাজে দিঘায় এসেছিলেন ৷ সৈকতে তাঁদের বসে থাকতে দেখে নুলিয়ারা তাঁদের চলে যেতে বলেন ৷ তাঁদের কথা না শুনেই চার বন্ধু উত্তাল সমুদ্রে নেমে যান ৷ সমুদ্রে নামার সঙ্গে সঙ্গেই ঢেউয়ের তোড় চারজনকেই টেনে নিয়ে যায় ৷

দিঘার সমুদ্রে নেমে মৃত দুই
দিঘার সমুদ্রে নেমে মৃত দুই

By

Published : Jun 1, 2021, 10:59 PM IST

দিঘা, 1 জুন : দিঘায় সমুদ্রে নেমে মৃত দুই ৷ আহত আরও দুই ৷ মৃত দুজনের দেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ ৷ এর মধ্যেই চার বন্ধু নিজস্ব কাজে দিঘায় এসেছিলেন ৷ কাজ শেষে তাঁরা ওল্ড দিঘার সমুদ্র সৈকতে চলে আসেন ৷ ওল্ড দিঘার একটি রেস্তোঁরায় খাওয়া দাওয়া করে তাঁরা সমুদ্র পাড়ে চলে যান ৷ সৈকতে তাঁদের বসে থাকতে দেখে নুলিয়ারা তাঁদের চলে যেতে বলেন ৷ তাঁদের কথা না শুনেই চার বন্ধু উত্তাল সমুদ্রে নেমে যান ৷ সমুদ্রে নামার সঙ্গে সঙ্গেই ঢেউয়ের তোড় চারজনকেই টেনে নিয়ে যায় ৷ নুলিয়ারা দেখতে পেয়ে চারজনকেই উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে নূর মহম্মদ মিদ্যা (48) এবং মইদুল নস্কর (39)কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷

আরও পড়ুন : দিঘা পুনর্গঠনে বিশেষ কমিটি, নেতৃত্বে মুখ্যসচিব

বাকি দুজন দিঘা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নূর মহম্মদ এবং মইদুলের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details