চন্দ্রকোনা, 8 জুন : তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন ৷ তার জন্যই ভোটের আগে ওয়ার্ডের সবকটি মন্দিরে মানত করেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 2 নং ব্লকের চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা । ফল ঘোষণার পর আজ সেই মানত পূরণে উদ্যোগী হলেন চন্দ্রকোণা পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা । 101টি ঢাক সহকারে 22টি মন্দিরে পুজো দিয়ে মানত পূরণে পুজো দিলেন তাঁরা ।
এই ওয়ার্ডের তৃণমূল নেতা লক্ষ্মণ কামিল্যা বলেন, ‘‘সমস্ত চক্রান্তকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন ৷ আমাদের মানত ছিল 101টি ঢাক সহকারে ওয়ার্ডের সব মন্দিরে পুজো দেওয়া হবে । তাই আজ করোনা বিধি মেনে মানত পূরণে 101টি ঢাক সহকারে ওয়ার্ডের মোট 22টি মন্দিরে পুজো দেওয়া হয় । 101 জন ঢাকির পারিশ্রমিক ছাড়াও করোনা পরিস্থিতিতে তাঁদের আর্থিক দুরাবস্থার কথা ভেবে খাদ্যসামগ্রীও দেওয়া হয় ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তরফে ।"