পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রিয় নেতা জেতায় কালুয়াষাঁড়কে জোড়া পাঁঠা উপহার তৃণমূল কর্মীদের - কেশিয়ারি বিধানসভা

প্রিয় প্রার্থী জিতলে কালুয়াষাঁড়ের মন্দিরে জোড়া পাঁঠা উপহার দেবেন বলে কথা ছিল ৷ প্রার্থী জিতে বিধায়ক হয়েছেন ৷ তারপরই কথা রাখলেন কর্মী-সমর্থকরা ৷ বিধায়কের উপস্থিতিতে জাঁকজমকভাবে কেশিয়াড়ি বিধানসভার ডাডরা বুথের তৃণমূল কর্মী-সমর্থকরা পুজো দিলেন জোড়া পাঁঠা দিয়ে ।

কালুয়াষাঁড়কে জোড়া পাঁঠা উপহার
কালুয়াষাঁড়কে জোড়া পাঁঠা উপহার

By

Published : May 17, 2021, 3:28 PM IST

কেশিয়াড়ি, 17 মে: মানত ছিল জিতলে জোড়া পাঁঠা উপহার দেবেন কালুয়াষাঁড়ের কাছে । সেই কথামতো প্রিয় নেতা জিতে বিধায়ক হতেই ঢাকঢোল বাজিয়ে জোড়া পাঁঠা উপহার দিয়ে পুজো দিলেন কর্মী-সমর্থকরা । করোনা পরিস্থিতির মধ্যেও কেশিয়াড়ি বিধানসভার নছিপুর গ্রাম পঞ্চায়েতের ডাডরা বুথ এলাকায় ।

কথা দেওয়া ছিলই, করেও দেখালেন কর্মীরা । সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পরেশ মুর্মুকে জেতাতে দিনরাত এক করে প্রচার করেছেন কর্মী-সমর্থকরা । শুধু তাই নয়, প্রথম দফার নির্বাচনে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল নছিপুর গ্রাম পঞ্চায়েতের ডাডরা বুথ এলাকায় । সেই বুথ এলাকার কর্মী-সমর্থকরাই মানত করেছিলেন বিধায়ক পুনরায় জিতলে কালুয়াষাঁড়কে জোড়া পাঁঠা উপহার দেবেন তাঁরা । নির্বাচনে ফল প্রকাশের পর দ্বিতীয়বারের জন্য 15 হাজারেরও বেশি ভোটে জয়লাভও করেন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু । সেই জয়ের আনন্দেই নয়াগ্রামে জাগ্রত ধর্মীয় স্থান কালুয়াষাঁড়ের কাছে জোড়া পাঁঠা দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । শনিবার ডাডরায় বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় । ছিলেন মহিলারাও ৷ কর্মী-সমর্থক ও মা-বোনেদের পাল্টা ধন্যবাদ ও শুভেচ্ছা জানান বিধায়ক । তারপরই ঢাক-ঢোল বাজিয়ে জোড়া পাঁঠা নিয়ে কালুয়াষাঁড়ের উদ্দেশ্যে রওনা দেন কর্মীরা ৷

প্রিয় নেতা জেতায় কালুয়াষাঁড়কে জোড়া পাঁঠা উপহার দিলেন কেশিয়ারির ডাডরা বুথ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা ।

গত 26 মার্চ প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী ডাডরা বুথ এলাকায় ব্যাপক অত্যাচার চালায় তৃণমূল কর্মী-সমর্থকদের ওপরে । মহিলাদের ওপরও অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ৷ ছুটে আসেন তৃণমূল প্রার্থী পরেশ মুর্মু । পাশে দাঁড়ান কর্মী-সমর্থকদের ৷ সেদিনই কর্মী-সমর্থকরা শপথ নেন, প্রার্থীকে জেতাবেন এবং তারপর জোড়া পাঁঠা কালুয়াষাঁড়কে উপহার দেবেন ৷ এদিন বিধায়কের উপস্থিতিতে সেই মানত পূরণ করলেন তাঁরা ৷

আরও পড়ুন: অধ্যক্ষের বিনা অনুমোদনে এই গ্রেফতারি আইনসম্মত নয় : বিমান

ABOUT THE AUTHOR

...view details