মেদিনীপুর, 7 নভেম্বর: মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই তাঁর গাড়ি দেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র ও যুব কর্মী-সমর্থকরা ৷
দীর্ঘ তিন বছর পর সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে । সেই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তবে নির্ধারিত সময়ে সমাবর্তনে যোগ দিতে যাওয়ার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আগেই এফসিআই গোডাউনের কাছে রাজ্যপালকে দেখে বিক্ষোভ দেখানো হয় ছাত্র পরিষদের তরফ থেকে । তৃণমূল ছাত্র পরিষদ ও যুব কর্মীদের হাতে যে প্ল্যাকার্ড ছিল, তাতে লেখা ছিল, 'রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে উপাচার্য নিয়োগ করা, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ মানছি না ৷' পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যেরও দাবি জানানো হয় ।
এইসব দাবি-দাওয়ার ভিত্তিতেই এই দিন ছাত্র পরিষদের কর্মী-সহ তৃণমূল যুব কর্মীরা আগে থেকেই প্রস্তুত হয়েছিলেন রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখানোর জন্য । নির্ধারিত সময়ে রাজ্যপালের গাড়ি এলেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্লাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয় ৷ এই বিক্ষোভের ঘটনায় রাজ্যপালের থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ তাঁর গাড়ি থামানো হয়নি ৷