পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেশপুরে রাজনৈতিক সংঘর্ষ, জখম 15 BJP কর্মী

BJP-র থানা অভিযান কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কেশপুরে । পঞ্চমীর কাছে BJP কর্মী সমর্থকদের ঘিরে ফেলে তৃণমূল কর্মী সমর্থকরা । অভিযোগ, BJP কর্মীদের উপর গুলি চালানো হয় । ঘটনায় জখম প্রায় 15 জন BJP কর্মী ।

কেশপুরে রাজনৈতিক সংঘর্ষ

By

Published : Jun 24, 2019, 12:37 PM IST

Updated : Jun 24, 2019, 2:51 PM IST

কেশপুর, 24 জুন : কেশপুরে BJP-তৃণমূল সংঘর্ষ । BJP-র থানা অভিযান কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার । জখম প্রায় 15 জন BJP কর্মী । এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর থানায় বিক্ষোভের জন্য জমায়েতের ডাক দেয় স্থানীয় BJP নেতৃত্ব । চড়কা থেকে BJP কর্মী-সমর্থকরা মিছিল করে আসছিল কেশপুর থানার দিকে । পঞ্চমীর কাছে BJP-র মিছিল আটকায় তৃণমূল কর্মীরা । এরপরই উভয়পক্ষের মধ্যে বাধে খণ্ডযুদ্ধ । অভিযোগ, তৃণমূল কর্মীরা গুলি চালায় । চলে বোমাবাজি । ঘটনায় জখম BJP-র প্রায় 15 জন কর্মী ।

ভিডিয়োয় দেখুন

চড়কা গ্রামের বাসিন্দা শেখ মইদুল ইসলাম বলেন, "কালকে আমাদের কেশপুর বাজারে দলীয় পতাকা উত্তোলন করা হয় । বিকেলে তৃণমূলের লোকেরা আমাদের পতাকা ছিঁড়ে দেয় । তার বিরুদ্ধে আমরা আজ শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছিলাম । বড়বাবুর কাছে ডেপুটেশন দেব বলে ।" তিনি আরও বলেন , "ওইখানে তৃণমূলের লোক গুলি চালিয়েছে ।"

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী ও RAF । সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কেশপুরের 10 কিলোমিটার আগেই আটকে দেওয়া হয় ।

Last Updated : Jun 24, 2019, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details