কেশপুর, 24 জুন : কেশপুরে BJP-তৃণমূল সংঘর্ষ । BJP-র থানা অভিযান কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার । জখম প্রায় 15 জন BJP কর্মী । এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর থানায় বিক্ষোভের জন্য জমায়েতের ডাক দেয় স্থানীয় BJP নেতৃত্ব । চড়কা থেকে BJP কর্মী-সমর্থকরা মিছিল করে আসছিল কেশপুর থানার দিকে । পঞ্চমীর কাছে BJP-র মিছিল আটকায় তৃণমূল কর্মীরা । এরপরই উভয়পক্ষের মধ্যে বাধে খণ্ডযুদ্ধ । অভিযোগ, তৃণমূল কর্মীরা গুলি চালায় । চলে বোমাবাজি । ঘটনায় জখম BJP-র প্রায় 15 জন কর্মী ।