ঘাটাল, 7 সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের জন্য অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছিল ঘাটালের কুশপাতা এলাকায় বঙ্গবাসী ক্লাবের মাঠে ৷ যে মাঠে বাচ্চারা খেলাধুলো করার পাশাপাশি বহু মানুষ প্রাতঃভ্রমণের জন্য যান ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের প্রায় 1 মাস হয়ে গিয়েছে ৷ এখনও সেই মাঠটিকে তার আগে চেহারায় ফিরিয়ে দেওয়া হয়নি ৷ যা নিয়ে এবার ক্ষোভ জমতে শুরু করেছে ঘাটালের কুশপাতা এলাকার বাসিন্দাদের ৷ এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷
10 অগস্ট ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য ঘাটালের কুশপাতা এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছিল ৷ ওই হেলিপ্যাড তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্ত দফতরকে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর সফর সেরে কলকাতায় ফিরেও এসেছেন ৷ কিন্তু, সেই হেলিপ্যাড মিটিয়ে মাঠকে আগের চেহারায় এখনও ফিরিয়ে দেয়নি প্রশাসন ৷ ইট, বালি, সিমেন্ট দিয়ে কংক্রিটের ওই হেলিপ্যাড যেই কে সেই পড়ে রয়েছে ৷ এমনকি মাঠ থেকে মোরাম দিয়ে অস্থায়ী রাস্তাও তৈরি করা হয়েছিল ৷ সেই মোরাম দিয়ে তৈরি রাস্তাও এখনও মাঠের মাঝখান থেকে রয়েছে ৷ ফলে বাচ্চাদের খেলাধুলোয় যেমন সমস্যা হচ্ছে ৷ তেমনি প্রাতঃভ্রমণকারীদেরও হাঁটাচলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ৷