পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : 1 মাস পরেও সরেনি ঘাটালের অস্থায়ী হেলিপ্যাড, ক্ষুব্ধ স্থানীয়রা - অস্থায়ী হেলিপ্যাড নিয়ে অসন্তোষ

ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই সফরের 1 মাস প্রায় পার হতে চলল ৷ কিন্তু এখনও ঘাটালে মুখ্য়মন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য তৈরি করা হেলিপ্যাড যেমনটা ছিল, তেমনি রয়েছে ৷ ঘাটালের কুশপাতা এলাকার মাঠে তৈরি ওই হেলিপ্যাডের জন্য সমস্যায় পড়েছেন সেখানে প্রাতঃভ্রমণকারীরা ৷ এমনকি হেলিপ্যাডের জন্য বন্ধ হয়ে রয়েছে খেলাধূলা ৷

Temporary helipad on Play Ground People of Ghatal are showing their anger
1 মাস পরেও সরেনি ঘাটালের অস্থায়ী হেলিপ্যাড, ক্ষুব্ধ স্থানীয়রা

By

Published : Sep 7, 2021, 5:08 PM IST

ঘাটাল, 7 সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের জন্য অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছিল ঘাটালের কুশপাতা এলাকায় বঙ্গবাসী ক্লাবের মাঠে ৷ যে মাঠে বাচ্চারা খেলাধুলো করার পাশাপাশি বহু মানুষ প্রাতঃভ্রমণের জন্য যান ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের প্রায় 1 মাস হয়ে গিয়েছে ৷ এখনও সেই মাঠটিকে তার আগে চেহারায় ফিরিয়ে দেওয়া হয়নি ৷ যা নিয়ে এবার ক্ষোভ জমতে শুরু করেছে ঘাটালের কুশপাতা এলাকার বাসিন্দাদের ৷ এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷

10 অগস্ট ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য ঘাটালের কুশপাতা এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছিল ৷ ওই হেলিপ্যাড তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্ত দফতরকে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর সফর সেরে কলকাতায় ফিরেও এসেছেন ৷ কিন্তু, সেই হেলিপ্যাড মিটিয়ে মাঠকে আগের চেহারায় এখনও ফিরিয়ে দেয়নি প্রশাসন ৷ ইট, বালি, সিমেন্ট দিয়ে কংক্রিটের ওই হেলিপ্যাড যেই কে সেই পড়ে রয়েছে ৷ এমনকি মাঠ থেকে মোরাম দিয়ে অস্থায়ী রাস্তাও তৈরি করা হয়েছিল ৷ সেই মোরাম দিয়ে তৈরি রাস্তাও এখনও মাঠের মাঝখান থেকে রয়েছে ৷ ফলে বাচ্চাদের খেলাধুলোয় যেমন সমস্যা হচ্ছে ৷ তেমনি প্রাতঃভ্রমণকারীদেরও হাঁটাচলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ৷

হেলিপ্যাড সরেনি, খেলাধুলা বন্ধে ক্ষুব্ধ বাচ্চারা

আরও পড়ুন : Mamata Banerjee : করোনাকোলে কীভাবে পুজো, উদ্যোক্তাদের সঙ্গে আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

তাঁদের অভিযোগ প্রাতঃভ্রমণ থেকে শরীরচর্চা সব কিছুতেই অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ ৷ দ্রুত মাঠটি সংস্কার করে পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়ার দাবি তুলছেন এলাকাবাসী ৷ বিশেষ করে ক্লাব কর্তৃপক্ষ সেই মাঠটিকে দ্রুত আগের চেহারায় ফিরিয়ে দেওয়ার দাবি করেছে ৷ ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এ বিষয়ে জানিয়েছেন, পূর্ত দফতরকে মাঠটি দ্রুত সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bhabanipur By Election : বুধে প্রচার শুরু মমতার, শুক্রবার দিতে পারেন মনোনয়ন

ABOUT THE AUTHOR

...view details