চন্দ্রকোনা, 30 জুন: বাড়ির বৈঠকখানায় বসে নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা ৷ হঠাৎই গৃহকর্ত্রীর নজর যায় বেসিনের নীচে ৷ সেখানে কালচে মতো কী যেন একটা পড়ে ছিল ! কয়েক মুহূর্ত পরই নড়েচড়ে উঠল সেটি ৷ চোখের নিমেষে দিল গা-ঢাকা ! সঙ্গে সঙ্গে 'সাপ, সাপ' বলে চেঁচিয়ে ওঠেন ওই মহিলা ! তাঁর চিৎকার শুনে তখন থরহরিকম্প বাকিরা ৷ ছুটে আসেন প্রতিবেশীরাও ৷ তাঁদেরই একজন সাপটিকে দেখতে পান ৷ তাঁর দাবি ছিল, যে 'অতিথি' সকলের অলক্ষ্যে বাড়ির অন্দরমহলে সেঁধিয়েছে, সেটি আদতে গোখরো ! এরপরই শুরু হয় উৎকণ্ঠা ৷ সাপ ধরতে খবর পাঠানো হয় বন দফতরে ৷ ভিড় জমে যায় পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোনার (Chandrakona) পালৌধি পরিবারের বাড়ির বাইরে ৷
গৃহকর্তা উৎপল পালৌধি জানিয়েছেন, তাঁদের বাড়িটি একেবারে রাস্তার পাশেই ৷ সাপটি কখন বাইরের সিঁড়ি বেয়ে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে বসার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে, তা তাঁরা কেউই দেখেননি ৷ সেটি আদতে গোখরো না অন্য কোনও প্রজাতির সাপ, তাও তাঁর জানা নেই ৷ তবে, সাপটির ফণা রয়েছে ৷ তা দেখেই উৎপলের অনুমান, সেটি বিষধর সাপ ৷ যদিও উৎপলের এক বন্ধু তথা প্রতিবেশীর দাবি, সেটি গোখরোই ৷ তবে, বন দফতরের কর্মী ও আধিকারিকরা এ নিয়ে কিছু বলেননি ৷