পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Catches Fire: আগুনের লেলিহান শিখায় পুড়ল চলন্ত বাস! মৃত এক; আহত বহু - পুড়ে মৃত এক

বাসটি কলকাতা থেকে ওড়িশার দিকে যাচ্ছিল ৷ শুক্রবার রাত 9টা নাগাদ খড়গপুর গ্রামীণ থানার মাদপুর এলাকা দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন। প্রাণ বাঁচাতে জানলা ভেঙে ঝাঁপ দেন তাঁরা ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন ৷ তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ শনিবার তাঁদের মধ্যে একজনের মৃ্ত্যু হয়েছে ৷

চলন্ত বাসে দাউদাউ করে জ্বলছে আগুন
Bus Catches Fire

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 7:36 AM IST

Updated : Nov 11, 2023, 8:07 AM IST

ভয়াবহ অগ্নিকাণ্ড খড়গপুরে

খড়গপুর, 11 নভেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ড খড়গপুরে। রাস্তার মধ্যেই পুড়ে গেল একটা গোটা বাস। কার্যত চোখের পলকেই ঘটে গেল ভয়াবহ ঘটনা ৷ প্রাণ বাঁচাতে জানলা ভেঙে ঝাঁপ দিলেন যাত্রীরা ৷ দুর্ঘটনায় আহত কমপক্ষে 30 জন। তড়িঘড়ি দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শনিবার সকালে জানা গেল, আহত যাত্রীদের মধ্যে একজনের মৃ্ত্যু হয়েছে ৷

গতকাল, হাওড়া থেকে ওই যাত্রীবাহী বাসটি যাচ্ছিল ওড়িশার পারাদ্বীপে। শুক্রবার বিকেল 5টা নাগাদ কলকাতার বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। কিন্তু রাত 9টা নাগাদ বাসটি যাওয়ার পথে 16 নম্বর জাতীয় সড়কের উপর খড়গপুর ও ডেবরার মধ্যবর্তী মাদপুর সংলগ্ন এলাকায় বাসে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগে গোটা বাস দাউ দাউ করে জ্বলে ওঠে। রাত হয়ে আসায় সে সময় বেশিরভাগ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার কথা জানতে পেরে তাঁরা হুড়মুড় করে বাস থেকে নামতে থাকেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দৌড়ে আসেন আহতদের উদ্ধার করতে। পৌঁছন পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। দুর্ঘটনাস্থলে আসে দমকল বাহিনীও। পরপর তিনটি ইঞ্জিন এসে বাসের আগুন আয়ত্তে আনে। এই বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায়, তিন জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। পরে তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন ৷

তবে তাঁদের আঘাত তুলনায় কম গুরুতর। পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। আহত যাত্রীরা সকলেই চিকিৎসাধীন ৷ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে ৷ তবে এসি বাসটিতে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অন্যদিকে, জানা গিয়েছে, বাসচালক গাড়ি থেকে লাফ দিয়ে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন:

  1. দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, পুড়ে মৃত 2; জখম বহু
  2. পানিহাটিতে মজুত বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের, তীব্রতায় ক্ষতি পাশের বাড়িতেও
  3. জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, আহত কমপক্ষে 20 জন পুণ্যার্থী
Last Updated : Nov 11, 2023, 8:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details