পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিম মেদিনীপুরের উখলা জঙ্গলে প্রায় 10 বছর আগে পোঁতা দেশীয় বন্দুক উদ্ধার

গোয়ালতোড় থানার পিয়ারসাল গ্রাম পঞ্চায়েতের উখলা জঙ্গলে খনন প্রক্রিয়া চলাকালীন প্রায় দশ বছরের পুরোনো আট থেকে নটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ । অনুমান করা হচ্ছে প্রায় দশ বছর আগে এই অস্ত্রগুলি কেউ গোপন রাখতে কাপড়ে মুড়ে মাটি চাপা দেয় ।

paschim medinipur
paschim medinipur

By

Published : Sep 25, 2020, 9:02 PM IST

গোয়ালতোড়, 25 সেপ্টেম্বর : গোয়ালতোড়ের উখলা জঙ্গলে গোপন সূত্রে খবর পেয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল 10 বছরের পুরোনো দেশীয় বন্দুকের অংশবিশেষ । সবগুলোই ছিল আলাদা আলাদা কাপড় দিয়ে মোড়া । এই উদ্ধারকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার দিনেশ কুমার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আধিকারিকরা গোয়ালতোড় থানার পিয়ারসাল গ্রাম পঞ্চায়েতের উখলা জঙ্গলে একটি জায়গায় খোড়াখুড়ি করে । সেই খনন প্রক্রিয়া চলাকালীন প্রায় দশ বছরের পুরোনো আট থেকে নটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ । তবে এই দেশীয় বন্দুকগুলি বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা কাপড়ে মোড়া ছিল । সবকটির পুরো অংশ ছিল না । অনুমান করা হচ্ছে প্রায় দশ বছর আগে এই অস্ত্রগুলি কেউ গোপন রাখতে কাপড়ে মুড়ে মাটি চাপা দেয় ।

এই উদ্ধারের ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । কারণ কিছুদিন আগেই জঙ্গলমহল এলাকায় মাওবাদী পোস্টার পাওয়া গেছে । মাওবাদীদের গতিবিধি লক্ষ্য করা গেছে এই জঙ্গলমহলে । তাছাড়া পাশের জেলা ঝাড়গ্রামে মাওবাদীদের সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে পর্যটকদের । সেই নিয়েও DGP তৎপরতার সঙ্গে তড়িঘড়ি বৈঠক সেরেছেন জেলার পুলিশ সুপারদের নিয়ে । এরই মধ্যে বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল ।

তবে পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন তদন্ত চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে এগুলো কে বা কারা, কবে, কেন মাটিতে পুঁতে দিয়ে গেছে । তবে দীর্ঘদিন মাটিতে থাকায় জং ধরেছে এই দেশীয় অস্ত্রগুলিতে ।

ABOUT THE AUTHOR

...view details