পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাসপুরে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

নাগরিকত্ব আইনের  প্রতিবাদে শুক্রবার দুপুর থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ । আজ চতুর্থ দিনেও উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । 6 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা । বিক্ষোভের জেরে বাস, ট্রেন ও স্টেশনে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয়েছে ।

দাসপুরে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
দাসপুরে রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

By

Published : Dec 16, 2019, 4:29 PM IST

দাসপুর, 16 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে উত্তপ্ত দাসপুর থানার বকুলতলা l সকাল থেকে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে । অফিস টাইমে রাজ্য সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট হয় বকুলতলা থেকে দাসপুরের মধ্যে । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে রয়েছে দাসপুর থানার পুলিশ l

নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ । আজ চতুর্থ দিনেও উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । 6 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা । বিক্ষোভের জেরে বাস, ট্রেন ও স্টেশনে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানো হয়েছে । আজ বীরভূম, হলদিয়ার পাশাপাশি বিক্ষোভ হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে । রাস্তা আটকে বিক্ষোভের জেরে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ । পুলিশ ঘটনাস্থানে গেলে তাদের ব্যবস্থা নিতে বলে আটকে পড়া যাত্রীরা ।

গতকাল মেদিনীপুরের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, "যারা (বিক্ষোভকারী) ভাঙচুর করে, মারপিট করে বিক্ষোভ করছে, তারা সমাজবিরোধী । এদের বরদাস্ত করা হবে না । আমাদের নেত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে ।" আজ সকালে দাসপুরের বিক্ষোভের পর আটকে পড়া সাধারণ মানুষের প্রশ্ন - আদৌ কি শুভেন্দু অধিকারীর কথায় কোনও কাজ হল ? এভাবে বিক্ষোভের মানে কী ?

ABOUT THE AUTHOR

...view details