পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'নিখোঁজ' হিরণের খোঁজে আজও পড়ল পোস্টার - খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়

খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ অভিযোগ, এলাকায় করোনার প্রকোপ বাড়লেও দেখা পাওয়া যাচ্ছে না বিধায়ক হিরণের ৷ একবারের জন্যও এলাকায় এসে খোঁজ নেননি তিনি ৷ তাই এলাকায় এমন ধরনের পোস্টার পড়েছে ৷ যদিও পুরো বিষয়টিতে বেজায় খুশি স্থানীয় তৃণমূল কংগ্রেস ৷

হিরণের খোঁজে আজও পড়ল পোস্টার
হিরণের খোঁজে আজও পড়ল পোস্টার

By

Published : Jul 17, 2021, 1:34 PM IST

খড়গপুর, 17 জুলাই : বিধায়ক নিরুদ্দেশ, খোঁজ দিতে পারলেই তারকা বিধায়কের সঙ্গে মিলবে সেলফি তোলার সুযোগ ৷ এই রকম লেখা একাধিক পোস্টারে ছেয়ে গেল খড়গপুরের তালবাগিচা এলাকা ৷ গতকাল এলাকায় এই পোস্টারে চাঞ্চল্য ছড়ায় তালবাগিচা এলাকায় ৷ তবে একই সঙ্গে আজও পোস্টার পড়ে এলাকাজুড়ে ৷

প্রসঙ্গত খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ অভিযোগ, এলাকায় করোনার প্রকোপ বাড়লেও দেখা পাওয়া যাচ্ছে না বিধায়ক হিরণের ৷ একবারের জন্যও এলাকায় এসে খোঁজ নেননি তিনি ৷ তাই এলাকায় এমন ধরনের পোস্টার পড়েছে ৷ যদিও পুরো বিষয়টিতে বেজায় খুশি স্থানীয় তৃণমূল কংগ্রেস ৷ যাঁরা এই ধরনের পোস্টার লাগিয়েছেন, তাঁদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : শ্বাসকষ্টের সমস্যায় আইসিইউতে ভর্তি মন্ত্রী সাধন পাণ্ডে

তবে বিষয়টি একেবারেই ভাল চোখে দেখছেন না স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তাঁরা পুরো বিষয়টিকে কড়া ভাষায় নিন্দা করেছেন ৷ তাঁদের অভিযোগ তৃণমূলের কয়েকজন এই ধরনের পোস্টার দিয়ে হিরণের নামে নোংরামি করে বেড়াচ্ছে ৷ যদিও এই বিষয়ে খড়গপুর সদরের বিধায়ক হিরণ বলছেন, তিনি নিরুদ্দেশ নন ৷ হিরণ বলেন, ‘‘ এখন আমি বিধানসভায় আছি ৷ এখানে পিএসি নিয়ে ঝামেলা চলছে ৷ এইগুলি মিটে গেলে কয়েক দিনের মধ্যেই আমি খড়গপুর যাব ৷’’

ABOUT THE AUTHOR

...view details