খড়গপুর, 17 জুলাই : বিধায়ক নিরুদ্দেশ, খোঁজ দিতে পারলেই তারকা বিধায়কের সঙ্গে মিলবে সেলফি তোলার সুযোগ ৷ এই রকম লেখা একাধিক পোস্টারে ছেয়ে গেল খড়গপুরের তালবাগিচা এলাকা ৷ গতকাল এলাকায় এই পোস্টারে চাঞ্চল্য ছড়ায় তালবাগিচা এলাকায় ৷ তবে একই সঙ্গে আজও পোস্টার পড়ে এলাকাজুড়ে ৷
প্রসঙ্গত খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ অভিযোগ, এলাকায় করোনার প্রকোপ বাড়লেও দেখা পাওয়া যাচ্ছে না বিধায়ক হিরণের ৷ একবারের জন্যও এলাকায় এসে খোঁজ নেননি তিনি ৷ তাই এলাকায় এমন ধরনের পোস্টার পড়েছে ৷ যদিও পুরো বিষয়টিতে বেজায় খুশি স্থানীয় তৃণমূল কংগ্রেস ৷ যাঁরা এই ধরনের পোস্টার লাগিয়েছেন, তাঁদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷