পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Poster Against Dev: দেবের নামে ঘাটাল জুড়ে পোস্টার, সাংসদের পদত্যাগ দাবি বিজেপির - BJP Demands MPs resignation

নিজের দাদা সাংসদ থাকা সত্বেও ভাইকে কাটমানি দিতে হয় ৷ এমনই লেখা-সহ পোস্টার পড়ল ঘাটালে । বিজেপির তরফে সাংসদের পদত্যাগ দাবি করা হয়েছে ৷

poster in MLA Dev name
সাংসদ দেবের নামে পোস্টার

By

Published : May 1, 2023, 1:08 PM IST

দেবের নামে পোস্টার পড়ল ঘাটালে

ঘাটাল, 1 মে: ঘাটাল শহরে আবার দেবের বিরুদ্ধে পোস্টার পড়ল ৷ এবার পোস্টার দিয়েছে বিজেপি ৷ তাতে লেখা রয়েছে, দাদা সাংসদ থাকা সত্ত্বেও তাঁর ভাইকে কেন কাটমানি দিতে হবে ? আর তা নিয়েই মূলত চাঞ্চল্য ছড়াল এলাকায় । যদিও তৃণমূলের দাবি, অন্য কিছু করার নেই বলেই এই ধরনের ব্যাপারকে সামনে এনে বিজেপি নিজেদের রাজনৈতিক দৈনতাকেই প্রকাশ করছে। অপরদিকে বিজেপি বিধায়ক অবশ্য দেবের পদত্যাগ দাবি করেছেন ৷ এরপরেই দেবকে নিয়ে ঘাটাল শহরে বিজেপির পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা ।

ঘাটাল ছেয়ে গেল দেবের নামে পোস্টারে

প্রসঙ্গত, সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী সম্প্রতি বিস্ফোরক অভিযোগ করেন সংবাদমাধ্যমে। আবাস যোজনার বাড়ি পেতে তাঁকে কাটমানি দিতে হয়েছে বলে তাঁর দাবি। এমনকী স্থানীয় তৃণমূল নেতারা বিভিন্নভাবে কাটমানি নেন বলেও তার অভিযোগ । যদিও এসব সম্পর্কে দেব কিছু জানে না বলেও তিনি জানান । আর দেবের ভাইয়ের এই বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায় ।

ঘাটাল শহর জুড়ে দেবের নামে পোস্টার

দেবের ভাইয়ের ওই বক্তব্যকে হাতিয়ার করেই এবার ঘাটাল শহরে এই পোস্টার দিয়েছে বিজেপি। সেখানে লেখা "নিজের দাদা সাংসদ থাকা সত্বেও কাটমানি দিতে হয় ৷ তাহলে সাধারণ মানুষের কি হবে? ঘরের ছেলে সাংসদ থাকা সত্বেও বাড়ির টাকা নেওয়া হল কেন দীপক অধিকারী জবাব দাও । বিক্রম অধিকারীর আবাস যোজনার টাকা নেওয়া হল কেন শিউলি শাহা জবাব দাও ৷ এমনই একাধিক লেখা সম্বলিত পোস্টার পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহর জুড়ে । পোস্টারে উল্লেখ রয়েছে, প্রচারে-ভারতীয় জনতা পার্টি ঘাটাল বিধানসভা ।

বিজেপির তরফে ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ড, ঘাটাল কলেজ, মহকুমাশাসক দফতর, সেন্ট্রাল বাসস্ট্যান্ড-সহ একাধিক জায়গায় এই ধরনের পোস্টারিং করা হয়েছে । হঠাৎ ঘাটাল শহরে তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের নাম উল্লেখ করে কেন এই ধরনের পোস্টারিং করা হল? তার উত্তরে বিজেপি নেতৃত্বের দাবি, "ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী স্বীকার করেছে আবাস যোজনার বাড়ি পেতে টাকা দিতে হয় । তৃণমূলের কাটমানির বিষয়টি খোদ সাংসদ দেবের পরিবারের এক সদস্য প্রকাশ্যে এনেছেন । তাই এই ধরনের পোস্টার লাগানো হচ্ছে ৷ অবিলম্বে সাংসদ দেবের পদত্যাগ দাবি করছেন গেরুয়া শিবির ।

ঘাটাল শহর জুড়ে দেবের নামে পোস্টার

যদিও বিজেপির এই কর্মসূচিকে পালটা কটাক্ষ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি । এ প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপির মুশকিল হচ্ছে কখন কী বলবে সেটাই বুঝতে পারছে না ৷ খেই হারিয়ে ফেলছে । আবাস যোজনার টাকা নিয়ে যখন দেবের ভাই তৃণমূলের বিরুদ্ধে বলছে তখন তাঁকে সমর্থন করছে ৷ আবার যখন দেখছে দেবের ভাই মিথ্যা বলছে তৃণমূলের কেউ আবাস যোজনার টাকা আত্মসাৎ করেনি তখন তারা তড়িঘড়ি ঘাটালে পোস্টার দেওয়া শুরু করেছে । দেব যত এদের এসব কুৎসার জবাব না দিয়ে নিশ্চুপ রয়েছে তত এরা দেবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে । বিজেপি উচিত এসব পোস্টার রাজনীতি না করে মাঠে ময়দানে নেমে কাজ করা ৷ তাতে অনেকটা কাজে দিত ৷ সেই কাজ ওরা করছে না ।"

আরও পড়ুন:তাঁকে শিখণ্ডি করে 'সেটেলমেন্ট' করছে তৃণমূল! বিস্ফোরক দেবের ভাই

ABOUT THE AUTHOR

...view details