মেদিনীপুর, 5 মার্চ: পুকুরপাড় বাঁধাতে গিয়ে বারবার পৌরসভার নোটিশ পেয়ে ক্ষিপ্ত পুকুর মালিক । এই ঘটনায় ক্ষোভ খোদ শাসকদলের কর্মী-সহ এলাকার মানুষের । পৌরসভা কী চাইছে তবে পুকুর ভরাট হোক ? প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন-সহ মালিক কর্তৃপক্ষ । মেদিনীপুর পৌরসভার (Medinipur Municipality) বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন পুকুর মালিক ।
একদিকে যখন গোটা রাজ্যে জলাশয়, ডোবা ও পুকুর বুজিয়ে ফেলে প্রোমোটারি রাজের অভিযোগ করছে অপরদিকে তখন মেদিনীপুরের আট নম্বর ওয়ার্ডে পুকুরপাড় বাধাতে গিয়ে পৌরসভার বারবার নোটিশে বেজায় খেপেছেন পুকুর মালিক । আর তা নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে এলাকায় । প্রসঙ্গক্রমে বলা যায়, মেদিনীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রায় বিঘা দশেকের বেনেপুকুর এলাকার বেনেপুকুর পাড় বাঁধানো নিয়েই বারবার নোটিশ করছে পৌরসভা । আর তাতেই এলাকাবাসী-সহ ক্ষোভের সঞ্চার পুকুর মালিক এবং শাসকদলের কর্মীদের মধ্যে ।
অভিযোগ পুকুরটিকে নতুন করে খনন করে এলাকার মাতাল নেশাড়ুদের সরিয়ে পাড় বাঁধিয়ে সৌন্দর্যায়ন করছেন পুকুর মালিক নিজে । এলাকার অনগ্রসর এবং দুঃস্থ মানুষদের জন্য জল সরবরাহে তিনি তৈরি করছেন চারটি বাঁধানো পাড় । এরই সঙ্গে বড় বড় জেসিবি লাগিয়ে পুকুরের মাটি তুলে নাব্যতা বাড়ানোর চেষ্টা করছেন । তাছাড়া তিনি এলাকার মানুষের সুবিধার্থে পরিষ্কার স্বচ্ছ জলের সঙ্গে বাচ্চারা যাতে খেলতে পারে তারই ব্যবস্থা গড়ে তুলছেন । অথচ দেখা গেল যখনই তিনি কাজ শুরু করেছেন তখন থেকে পৌরসভা বারবার নোটিশ জারি করছে। পুকুর মালিকের অভিযোগ, পৌরসভার যে নোটিশ জারি হয়েছে তাও ভুলে ভরা । কখনও পৌরসভা পুকুরপাড় বাঁধানোর অভিযোগ তুলেছেন, কখনও বা পুকুর বোজানোর অভিযোগ তুলেছেন। আর তাতেই ক্ষোভ জন্মেছে পুকুর মালিক-সহ এলাকার মানুষের মধ্যে। এই ঘটনায় ক্ষুব্ধ খোদ এলাকার কাউন্সিলর এবং শাসকদলের কর্মীরা। তাদের অভিযোগ কোথাও ভুল বোঝানো হচ্ছে পৌরসভাকে । কতিপয় মানুষ এই ঘটনা ঘটাচ্ছে যাতে এলাকার উন্নয়ন থমকে যায়। যদিও এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী, মৎস্যমন্ত্রীর সঙ্গে কোর্টের দ্বারস্থ হয়ে পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি পুকুর মালিকের।