পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ি থেকে উদ্ধার 1 লাখ 13 হাজার টাকা, চক্রান্তের অভিযোগ ভারতীর - seize money

ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে 1 লাখ 13 হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ । তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ ভারতীর ।

ভারতী

By

Published : May 10, 2019, 9:17 AM IST

Updated : May 10, 2019, 9:46 AM IST

পিংলা, 10 মে : পিংলা থেকে প্রচার সেরে ফেরার সময় ভারতী ঘোষের গাড়িতে তল্লাশি চালাল পুলিশ। সেখান থেকে 1 লাখ 13 হাজার টাকা উদ্ধার করে তারা । ভারতী ঘোষের বক্তব্য, তাঁর কাছে ৫০ হাজার টাকা ছিল । ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ ।

তৃণমূলের অভিযোগ, ভোটারদের টাকা বিলোচ্ছেন ভারতী ঘোষ । এই খবর পেয়ে গতরাতে রাস্তা অবরোধ করে তারা । পুলিশকে খবর দেওয়া হয় । গাড়িতে ভারতী সহ চারজন ছিলেন । পুলিশ গাড়িটি আটকে বাজেয়াপ্ত করে 1 লাখ 13 হাজার টাকা ।

ভারতী ঘোষ

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "ভারতী ঘোষ সম্পর্কে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম । তিনি যে নির্বাচনকে প্রভাবিত করবেন, সে বিষয়ে আমরা আগেই জানতাম । BJP বেছে বেছে সব সোনার টুকরোকে প্রার্থী করেছে । যারা সমাজের জঘন্য মানুষ ।" ভারতী ঘোষকে গ্রেপ্তারের দাবি জানান তিনি ।

যদিও পুরোটাই চক্রান্ত বলে অভিযোগ ভারতী ঘোষের । তিনি বলেন, "আমার কাছে 50 হাজার টাকা ছিল । আমার কনভেনরের কাছে কিছু টাকা ছিল । গাড়ির চালকের কাছে কিছু টাকা ছিল । সব টাকা এক সঙ্গে করে ওরা বাজেয়াপ্ত করেছে । চারজনের কাছে সব মিলিয়ে 1 লাখ 13 হাজার টাকা থাকতে পারে না ? আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন ভারতী ঘোষের বক্তব্য

তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা তিনবার আমার গাড়ি তল্লাশি চালিয়েছেন । আমাকে চারঘণ্টা রাস্তায় আটকে রেখেছেন । সব টাকা এক জায়গায় নিয়ে কেন স্বাক্ষর করাচ্ছেন ? সব টাকা ব্যাগে ভরে তারপর স্বাক্ষর করাচ্ছেন কেন ? আমার যতটুকু টাকা ছিল, তার জন্যই আমি স্বাক্ষর করব । অন্যের টাকার জন্য আমি কেন স্বাক্ষর করব ?"

Last Updated : May 10, 2019, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details