পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শালবনিতে যুবতির অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত ASI স্বামী

সন্ধে থেকে নিখোঁজ থাকার পর সকালে নদীর ধারে মেলে দেহ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

unnatural death at shalbani
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

By

Published : Jul 16, 2020, 5:42 PM IST

শালবনি, 16 জুলাই : যুবতির অস্বাভাবিক মৃত্যু ৷ অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ৷ পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার রঘুনাথপুরের ঘটনা ৷ মৃতার স্বামী মেদিনীপুর থানার ASI ৷ মৃতার পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মৃতার নাম মোনালিসা মাইতি (34) ৷ বাপের বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গার গাটড়া গ্রামে । চার বছর আগে বিয়ে হয় শালবনির রঘুনাথপুরে । স্বামী জয়ন্ত মাইতি মেদিনীপুর থানার ASI ৷ গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিলেন যুবতি ৷ আজ সকালে রঘুনাথপুর গ্রাম লাগোয়া নদীর ধারে বড় বাঁধে দেহ ভাসতে দেখে গ্রামের লোকজন ৷ তারাই পরিবার ও পুলিশকে খবর দেয় ৷ শালবনি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়৷ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার বাপের বাড়ির তরফে ৷ কী কারণে মৃত্যু, শুরু হয়েছে তার তদন্ত ৷

মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে জলে ভাসিয়ে দিয়েছেন স্বামী জয়ন্ত মাইতি ও তাঁর পরিবারের লোকজন ৷ স্থানীয়দের বক্তব্য, বাড়িতে অশান্তি লেগেই থাকত ৷

শালবনিতে যুবতির অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত স্বামী

মৃতার আত্মীয় বিশ্বনাথ দলুই বলেন, "জয়ন্তর বাবা-মা দাদা-বউদিরা মোনালিসার সঙ্গে অশান্তি করত ৷ আমাদের মেয়ে বলেছিল সে কথা ৷ গতকাল খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখি বাড়ি অন্ধকার ৷ মেয়ে কোথায় প্রশ্ন করলে ওরা বলে খুঁজে পাচ্ছি না ৷ এরপর খোঁজাখুঁজি করি ৷ রাতে পাইনি ৷ সকালে দেখি জলের ধারে পড়ে আছে ৷"

বিশ্বনাথবাবু আরও বলেন, "অভিযোগ করেছি জামাই ও তার পরিবারের নামে ৷ আমাদের মেয়েকে মেরে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে ৷"

মোনালিসার স্বামী জয়ন্ত মাইতি বলেন, "আমার স্ত্রী মানসিক রোগী ছিল ৷ ডাক্তার দেখানো হচ্ছিল ৷ গতকাল সাড়ে পাঁচটার পর স্ত্রী বাড়ি থেকে বেরিয়েছিল ৷ আমি অবশ্য বাড়ি ছিলাম না৷ মেদিনীপুর শহরে ডিউটি ছিল ৷ খবর পেয়ে বাড়ি আসি ৷ বহু খোঁজাখুঁজি করেও পাইনি ৷ কীভাবে এমন হল, কারা ঘটাল তদন্ত হলে জানা যাবে ৷"

ABOUT THE AUTHOR

...view details