পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দোকানের সামনে ভিড় এড়াতে 'লক্ষ্মণরেখা' পুলিশের - গন্ডী

ভিড়, জমায়েত ঠেকাতে তৎপর পুলিশ । এবার তারই অংশ হিসেবে নয়া পদক্ষেপ করল তারা ।

Police are drawing the line
সবজি বাজার

By

Published : Mar 25, 2020, 11:54 PM IST

মেদিনীপুর,২৫শে মার্চ : কোরোনা সংক্রমণ রোধে পদক্ষেপ পুলিশের । জরুরি পণ্য কিনতে যাওয়া মানুষদের ভিড় এড়াতে চুনের গণ্ডি দিল তারা। সতর্ক করল, এই গণ্ডির মধ্যেই যেন কেনাবেচা হয়। আজ জঙ্গলমহলের একাধিক বাজার এলাকায় এই ছবিই ধরা পড়ল।

দিনের পর দিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এর জেরেই গোটা দেশে আগামী 21 দিনের জন্য লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে কোনও জায়গায় জমায়েত করতে নিষেধ করছে পুলিশি । কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে অথবা সবজির বাজারে ভিড় জমাচ্ছেন অনেকেই। বার বার সতর্ক করেও কিছুই করা যাচ্ছে না। তাই এবার ভিড় কমাতে দোকানে দোকানে চুন দিয়ে গণ্ডি টানল পুলিশ।

সতর্ক করে বলা হল, এই গণ্ডির মধ্যে থেকে দূরত্ব বজায় রেখে জিনিস কিনতে হবে। না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেদিনীপুর, বেলদা, কেশিয়ারি, গড়বেতা, খড়গপুর, ঘাটালের বিস্তীর্ণ এলাকায় কোরোনা সংক্রমণ আটকাতে এই ধরনের পদক্ষেপ করল পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details