পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমিশনের নির্দেশে উপনির্বাচনের প্রচারে বন্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার - খড়গপুর উপনির্বাচন

খড়গপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দল প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে পারবে না ৷ ব্যবহার করতে হবে কাগজ ও কাপড়ের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ৷

Khargpur

By

Published : Oct 26, 2019, 8:25 PM IST

Updated : Oct 26, 2019, 10:14 PM IST

খড়্গপুর, 26 অক্টোবর : আসন্ন খড়গপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দল প্লাস্টিক ব্যবহার করতে পারবে না ৷ ব্যবহার করতে হবে কাগজ ও কাপড়ের তৈরি ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার ৷ সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রেশমি কোমল ৷ সেই সঙ্গে আজ খড়গপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করন তিনি ৷

গত বুধবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়৷ এর মধ্যে রয়েছে খড়গপুর সদর ৷ খড়গপুর সদর আসনের বিধায়ক ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়ে তিনি সাংসদ হয়েছেন ৷ তাই ওই কেন্দ্রে এবার উপনির্বাচন হবে৷

আজ সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ৷ তারপর
উপনির্বাচনের নির্ঘণ্ট সরকারিভাবে ঘোষণা করেন তিনি ৷ বলেন, " এবারের উপনির্বাচনে কোনও রাজনৈতিক দলই প্লাস্টিকের ফ্লেক্স, ফেস্টুন ,ব্যানার ব্যবহার করতে পারবে না ৷ বিকল্প হিসেবে কাগজ অথবা কাপড়ের ফ্লেক্স ,ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা যাবে৷ জাতীয় নির্বাচন কমিশন প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিশেষ নজর দিচ্ছে ৷ দিল্লি থেকেই এই নির্দেশ এসেছে ৷ "

রাজ্যের বাকি দুই কেন্দ্রের সঙ্গে খড়গপুর সদর আসনটিতে উপনির্বাচন আগামী 25 নভেম্বর এবং গণনা 28 নভেম্বর৷ গণনা হবে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ৷ খড়গপুর সদর আসনে মোট ভোটার 2 লাখ 25 হাজার 263 জন ৷ এর মধ্যে মহিলা ভোটার 1 লাখ 11 হাজার 197 জন , পুরুষ ভোটার 1 লাখ 14 হাজার 59 জন এবং থার্ড জেন্ডার ভোটার 7 জন ৷ এই আসনে সেক্টর 16 টি ও পোলিং বুথ 270 টি ৷

নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি ৷

Last Updated : Oct 26, 2019, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details