পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিযোগ জানানোর আগে ধুতে হবে হাত, কোরোনা মোকাবিলায় দাওয়াই থানায়

এবার কারও বিরুদ্ধে অভিযোগ করতে হলে আগে ধুতে হবে হাত ৷ এইরকমই নির্দেশিকা পশ্চিম মেদিনীপুর কোতয়ালি পুলিশের।

ছবি
ছবি

By

Published : Mar 18, 2020, 1:08 PM IST

Updated : Mar 18, 2020, 1:40 PM IST

মেদিনীপুর,18 মার্চ : এবার কারও বিরুদ্ধে অভিযোগ করতে হলে আগে ধুতে হবে হাত ৷ এইরকমই নির্দেশিকা পশ্চিম মেদিনীপুর কোতয়ালি পুলিশের। কোরোনা সংক্রমণ রোধে স্যানিটাইজ়ার দিয়ে হাত ধোওয়ার ব্যবস্থা করল থানা । অভিযোগ করতে আসা সকলকে বিলি করা হল লিফলেট।

কোরোনার মোকাবিলার একমাত্র উপায় এখন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা ৷ আর এর জেরেই নতুন নির্দেশিকা জারি করল পশ্চিম মেদিনীপুর থানা ৷ এবার থেকে থানায় অভিযোগ করতে হলে আগে হাতে নিতে হবে স্যানিটাইজ়ার । এরকমই ব্যবস্থা করল পশ্চিম মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ ।

কোরোনা মোকাবিলায় স্যানিটাইজ়ার চালু হয় থানায়

আজ মেদিনীপুর শহরের কোতয়ালি থানা সংলগ্ন রাস্তায় পথচারী থেকে শুরু করে থানায় অভিযোগ জানাতে আসা মানুষদের মধ্যে স্যানিটাইজ়ার বিলি করলেন পুলিশকর্মীরা । পাশাপাশি লিফলেটও বিলি করা হয় জনসাধারণের মধ্যে । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসীও । এই কর্মসূচি আগামী কয়েকদিন ধরে চলবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

Last Updated : Mar 18, 2020, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details