মাতকাতপুর, 21অক্টোবর: সৌন্দর্য প্রতিযোগিতায় পিছিয়ে নেই জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর । এ বার ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন 2021 (International Glam Icon 2021)-এ দ্বিতীয় স্থান অধিকার করলেন রেল শহর খড়গপুরের বছর কুড়ির অর্চিষা (Archisha Parashar) । তাঁর এই সাফল্যে খুশির হওয়া এলাকায় ।
সম্প্রতি দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন 2021 নামের আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাতকাতপুরের বাসিন্দা অর্চিষা পরাশর । এই প্রতিযোগিতায় তিনি ‘ফার্স্ট রানার আপ’ নির্বাচিত হয়েছেন । বাংলার প্রতিযোগী হিসেবে গত 18 অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল ক্লাব এর্মাল্যান্ডে ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন-2021-এর সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অর্চিষা । সেখানে দ্বিতীয় স্থান অধিকার করার পর সেই দিনই তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন হিন্দি চলচ্চিত্র ও সিরিয়াল জগতের অভিনেতা ও সঞ্চালক আমন বর্মা, রাজা মুরাদ, সিমরন আহুজা, গৌরব দেশমুখ ও সাংস্কৃতিক জগতের অন্যান্য বিশিষ্ট জনেরা ।
অর্চিষা মেদিনীপুর হোমিয়োপ্যাথি মেডিক্যাল কলেজের প্রয়াত অধ্যাপক ডা. অর্ধেন্দুশেখর মাইতির নাতনি । অর্চিষার বাবা সঞ্জীবন পাল পেশায় চাকুরিজীবী, মা শাশ্বতী মাইতি পাল গৃহবধূ । বাবা-মায়ের একমাত্র কন্যা অর্চিষা । গত শুক্রবার মুম্বই থেকে বাড়ি ফিরেছেন অর্চিষা । ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন কনটেস্টে দ্বিতীয় স্থানাধিকারী হওয়ার পাশাপাশি তাঁকে আরও দু'টো পুরস্কার বা সাব টাইটেল দেওয়া হয়েছে । তিনি মিস বিউটিফুল আইস এবং মোস্ট ট্যালেন্টেড সাব টাইটেল শিরোপাও জিতেছেন ।
আরও পড়ুন:Aryan Khan: হেফাজতে থাকা আরিয়ানের ভিডিয়ো প্রকাশ করে নয়া দাবি শিবসেনার
অর্চিষা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি তিন মাস আগে থেকেই গ্রুমিং সেশনে অংশ নিয়েছিলেন । এই প্রতিযোগিতার সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল, সূচনা পর্বে বা ইন্ট্রোডাকশান রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী তাঁদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন । অর্চিষার কথায় আমাদের মাতৃভূমি ভারতের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্য ফুটে উঠেছিল ।