পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PPE কিট পরে দুস্থদের খিচুড়ি বিতরণ খড়গপুরে - কোরোনা

অনেকেই এই সময় খাদ্যসামগ্রী বিলি করতে গিয়ে নিজেদের সুরক্ষার প্রতি উদাসীন । মাস্ক, গ্লাভস পরছেন না । ফলে অনেকেই ত্রাণ দিতে গিয়েও সংক্রমিত হচ্ছেন ।

aa
PPE কিট পরে সচেতনতার বার্তা

By

Published : Apr 26, 2020, 2:04 PM IST

খড়গপুর, 26 এপ্রিল: লকডাউনের মধ্যে খাদ্য সংকটে পড়ছেন বহু মানুষ । সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকে । কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে যাঁরা এগিয়ে আসছেন তাঁরা উপযুক্ত সুরক্ষা সামগ্রী পরছেন না । তাই এবার সবার মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে PPE কিট পরে দুস্থ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করলেন খড়গপুরের বালাজি মন্দির কমিটির সদস্যরা ।

কোরোনা সংক্রমণ রোধে মুখে একান্তই দরকার মাস্ক । হাতে গ্লাভস পরে রাস্তায় বেরোনো ও বারবার করে হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার রাখা উচিত । পাশাপাশি পুরো শরীর ঢাকতে দরকার PPE মডেলের কিট । হাঁচি-কাশি-সর্দি তো বটেই কোরোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণ হতে পারে । তাই বারবার করে সতর্ক ও সচেতনতার বার্তা দিয়ে চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO । যদিও সেই সচেতনতার বার্তা অনেকেই মানছেন না । অনেকেই এই সময় খাদ্যসামগ্রী দিতে গিয়ে মাস্ক, গ্লাভস পরছেন না । ফলে ত্রাণ দিতে গিয়েও সংক্রমিত হচ্ছেন অনেকেই । আবার যাঁরা ত্রাণসামগ্রী নিচ্ছেন তাঁদেরও ঝুঁকি থেকে যাচ্ছে । এবার তাই ত্রাণ দিতে গিয়ে অভিনব পন্থা অবলম্বন করলেন খড়গপুরের বালাজি মন্দির কমিটির সদস্যরা ।

লকডাউনের প্রথম দিন থেকেই মন্দির কমিটির সদস্যরা ত্রাণসামগ্রী বিলি করছেন দুস্থ মানুষদের মধ্যে । এছাড়াও এলাকার ভবঘুরে, মানসিক রোগীদের হাতেও খাবার তুলে দিচ্ছেন । প্রতিদিন খড়গপুরের পুরাতন সেটেলমেন্ট অফিসের পাশে মন্দিরে চলছে এই খাবার পরিবেশনের কাজ । এবার খাদ্য বিলি করার সময় সদস্যরা সবাই পরেছিলেন PPE মডেলের কিট । যাঁরা ত্রাণসামগ্রী বিলি করছেন এবং অন্যান্য সকলকেই আরও বেশি করে সচেতন করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ । কমিটির অভিনব পন্থাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details