মেদিনীপুর, 9 এপ্রিল : ভারতে কোরোনায় মৃত্যু অতিক্রম করেছে 150-র গণ্ডি । আক্রান্ত সাড়ে সাত হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে । জারি করা হয়েছিল নির্দেশিকা । সেই নির্দেশিকায় সাড়া দিল পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু মসজিদ কর্তৃপক্ষ । শব-ই-বরাতের অনুষ্ঠানের দিনে বন্ধ রাখা হল মসজিদ । সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করে নোটিস জারি করা হয়েছিল মসজিদগুলির সামনে । মাজার, মসজিদ, কবরস্থানের বাইরে সোশাল ডিসটেন্স মেনে মোমবাতি জ্বালিয়ে পূর্বপূরুষের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেল বহু মানুষকে ।
শব-ই-বরাতের দিন মসজিদে তালা লাগিয়ে সচেতনতার বার্তা পশ্চিম মেদিনীপুরে - paschim midnapore
শব-ই-বরাতের দিন মসজিদে তালা লাগিয়ে মেনে চলা হল নির্দেশিকা । মাজার,মসজিদের বাইরে মোমবাতি জ্বালিয়ে পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধা জানালেন অনেকে ।
কোরোনা সংক্রমণ রোধে দেশে জারি রয়েছে লকডাউন । আর এই লকডাউনের মধ্যেই পড়ে যায় মুসলিম সম্প্রদায়ের বিশেষ উৎসব শব-ই-বরাত । বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ দিনটি উদযাপন করেন । মসজিদে মসজিদে চলে নমাজ় পড়া । রোজা পালন ও ইবাদত পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ । কিন্তু নিজ়ামউদ্দিনের ঘটনা ভারতে কোরোনা সংক্রমণের হার অনেকটাই বাড়িয়ে দিয়েছে । কয়েকদিন আগে সেখানে একটি ধর্মীয় সমাবেশ উপলক্ষে কয়েক হাজার জন জমায়েত করেন । ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যোগদান করেছিলেন বহু মানুষ । তা থেকে সংক্রমিত হন বহুজন । এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে, মুসলিম ভাই-বোনদের বাড়িতে থেকে এবছর শব-ই-বরাতের অনুষ্ঠান পালন করার আবেদন করেছিল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি । নির্দেশিকা জারির পরও গাড়িতে করে প্রচার করা হয় ।
নির্দেশিকায় সাড়া দিয়ে পশ্চিম মেদিনীপুরের মাজার, মসজিদ ও কবরস্থানগুলিতে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ । নির্দেশিকা মানতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও । নমাজ় পড়া ও পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর সময় সামাজিক দূরত্ব বজায় রাখেন তাঁরা । বাড়িতে থেকেই উৎসব পালন করেন । মেদিনীপুরের জোড়া মসজিদ, মিঠঠু মসজিদ, নীলবাড়ি কবরস্থানেও একই চিত্র দেখা যায় । তবে বেশকিছু কবরস্থানে এবং মসজিদে মানুষ বাইরে থেকে ধূপ জ্বালিয়ে পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধা জানান । কিছু এলাকায় বাজি ফাটানোর অভিযোগ উঠেছে । মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, "আমরা আগে থেকে বিজ্ঞপ্তি জারি করেছিলাম । সেই মোতাবেক নিয়ম মানা হয়েছে ।"