দাসপুর, 27 নভেম্বর : একটি বাস পিছন থেকে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাইক আরোহীর । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে । রাস্তায় মৃতদেহ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । অভিযোগ, প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে । বার বার বলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না । দাসপুর থানার ঘাটাল-পাঁশুকুড়া সংলগ্ন জাতীয় সড়কের ঘটনা ।
পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে ও মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের
বাসের ধাক্কায় মৃত্যু যুবকের । প্রতিবাদে রাস্তায় মৃতদেহ রেখে দেখানো হল বিক্ষোভ । জ্বালানো হল টায়ার ।
গতকাল সকালে একটি কলকাতাগামী বাস ঘাটাল-পাঁশকুড়া সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে আসছিল । ওই বাসটি জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে এক বাইক আরোহীকে ধাক্কা মারে । রাস্তায় পড়ে যান তিনি । তখনই পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাঁর উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । নাম সাউব খান(27) । দাসপুরের বকুলতলা এলাকার বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দাসপুর থানার পুলিশ । দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে ময়নাতদন্ত হয়ে গেলে বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই যুবকের দেহ । আর তখনই শুরু হয় ঝামেলা ।
ক্ষুব্ধ এলাকাবাসী মৃতদেহটিকে রাস্তায় রেখে পথ অবরোধ শুরু করে । জ্বালানো হয় টায়ার । তাদের দাবি, ঘাতক গাড়িটিকে আটক করতে হবে ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে । এলাকাবাসীর অভিযোগ, এলাকায় এই ধরনের দুর্ঘটনা প্রথম নয় । এর আগেও হয়েছে । রাস্তা খারাপ । তার উপর এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে । প্রশাসনের তরফে রাস্তা মেরামতির কোনও পদক্ষেপই নেওয়া হয় না । পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।