পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গলমহলে ভোটে দাঁড়াচ্ছে কুড়মিরা

স্বাধীনতার 70 বছর পরও বঞ্চিত জঙ্গলমহলের কুড়মি সমাজ৷ এবার তাই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ রবিবার তাঁদের তরফে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ জঙ্গলমহলে কুড়মিদের এই পদক্ষেপে ভোটের অঙ্কে কোনও ফারাক হয় কি না, এখন সেটাই দেখার৷

west bengal assembly election 2021_wb_wmid_02_mid_kurmi_parthi_ghosona_vis_7204519
জঙ্গলমহলে ভোটে দাঁড়াচ্ছেন কুড়মিরাও

By

Published : Feb 7, 2021, 8:48 PM IST

মেদিনীপুর, 7 ফেব্রুয়ারি : একুশের নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষ৷ রবিবার 20 জন প্রার্থীর তালিকাও প্রকাশ করলেন তাঁরা৷ জঙ্গলমহলের জেলাগুলি থেকে মোট 20টি আসনে লড়াই করবেন কুড়মি জনজাতির এই প্রতিনিধিরা৷ যারমধ্যে পুরুলিয়ায় ন’টি, বাঁকুড়ায় তিনটি, ঝাড়গ্রামে চারটি এবং মেদিনীপুরের চারটি আসন রয়েছে৷

রবিবার কুড়মি সম্প্রদায় সমন্বয় মঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় মেদিনীপুরে৷ মঞ্চের সদস্যদের অভিযোগ, দীর্ঘ 70 বছর ধরে যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। এখনও পর্যন্ত তপশিলি উপজাতিভুক্ত করা হয়নি তাঁদের৷ কোনও রাজনৈতিক দলই এই দাবিকে স্বীকৃতি দেয়নি৷ সেই কারণেই এবার ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে ভোটে জিতে নিজেদের দাবি নিজেরাই পূরণ করতে পারে কুড়মি সমাজ৷

তবে এই মুহূর্তে বড় কোনও দলের সঙ্গে জোটে যেতে আগ্রহী নন কুড়মিরা। আগ্রহী নন বিজেপি, তৃণমূল বা বাম-কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করতে৷ কিন্তু অন্য আঞ্চলিক দলগুলি চাইলে একসঙ্গে লড়াইয়ের কথা ভাবা যেতে পারে বলে জানিয়েছেন কুড়মি নেতারা৷

কুড়মি নেতৃত্বের অভিযোগ, এখনও কোনও মতে বাঁশের কাজ করে জীবনধারণ করেন তাঁরা৷ মেলে না কোনও বিশেষ সরকারি সুবিধাও৷

আরও পড়ুন:দেওয়াল দখল ঘিরে অনুব্রতর গড়ে হাতাহাতি বিজেপি-তৃণমূলে

কুর্মি সমন্বয় মঞ্চের নেতা অশোক মাহাত বলেন, স্বাধীনতার আগে থেকেই কুড়মি সম্প্রদায়কে প্রাচীন জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হয়৷ অথচ দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় ভূখণ্ডের এই প্রাচীন জনজাতির জন্য কোনও উন্নয়নই করা হয়নি৷ নিজেদের দাবিদাওয়া পূরণের জন্য গত 7 ডিসেম্বর ‘দিয়াকো দিয়া নাই দিয়া তো হুড়কা দিয়া’ এবং 7 জানুয়ারি ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করেন কুড়মিরা৷ তারপরও উন্নয়নের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি৷ এরপরই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কুড়মি নেতারা৷

ABOUT THE AUTHOR

...view details