মেদিনীপুর, 7 ফেব্রুয়ারি : একুশের নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষ৷ রবিবার 20 জন প্রার্থীর তালিকাও প্রকাশ করলেন তাঁরা৷ জঙ্গলমহলের জেলাগুলি থেকে মোট 20টি আসনে লড়াই করবেন কুড়মি জনজাতির এই প্রতিনিধিরা৷ যারমধ্যে পুরুলিয়ায় ন’টি, বাঁকুড়ায় তিনটি, ঝাড়গ্রামে চারটি এবং মেদিনীপুরের চারটি আসন রয়েছে৷
রবিবার কুড়মি সম্প্রদায় সমন্বয় মঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় মেদিনীপুরে৷ মঞ্চের সদস্যদের অভিযোগ, দীর্ঘ 70 বছর ধরে যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। এখনও পর্যন্ত তপশিলি উপজাতিভুক্ত করা হয়নি তাঁদের৷ কোনও রাজনৈতিক দলই এই দাবিকে স্বীকৃতি দেয়নি৷ সেই কারণেই এবার ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে ভোটে জিতে নিজেদের দাবি নিজেরাই পূরণ করতে পারে কুড়মি সমাজ৷
তবে এই মুহূর্তে বড় কোনও দলের সঙ্গে জোটে যেতে আগ্রহী নন কুড়মিরা। আগ্রহী নন বিজেপি, তৃণমূল বা বাম-কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করতে৷ কিন্তু অন্য আঞ্চলিক দলগুলি চাইলে একসঙ্গে লড়াইয়ের কথা ভাবা যেতে পারে বলে জানিয়েছেন কুড়মি নেতারা৷