মেদিনীপুর, 27 মে : ভয়ঙ্কর সুপার সাইক্লোন যশের কারণে বিধস্ত মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ৷ ঝড়ের প্রভাব কমতেই উদ্ধার কাজে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ । মেদিনীপুর শহরে গাছপালা পড়ে বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা স্বাভাবিক করতে নামল পুলিশ । রাতের অন্ধকারের পাশাপাশি দিনের বেলাতেও তৎপরতার সঙ্গে ভেঙে যাওয়া গাছপালা সরিয়ে পথচারীদের জন্য রাস্তা পরিষ্কার করলেন তাঁরা ।
ঘূর্ণিঝড় যশের তাণ্ডব শেষ হলেও তার প্রভাব রয়ে গিয়েছে জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর শহরে । গতকাল সন্ধে থেকে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ, ইলেকট্রিক পোস্টসহ বড় বড় হোর্ডিং পড়ে যায় । এর ফলে মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকা গোলকুয়া চক, বড়তলা সুভাষ নগর সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় । রাতে রাস্তা বন্ধ হয়ে যায় । ফলে বিভিন্ন জরুরি পরিষেবা থমকে যায় ৷ মানুষজনের চলাফেরা দুরুহ হয়ে দাঁড়ায় । তাই রাতেই উদ্ধার কাজে নামে কোতোয়ালি থানার পুলিশ ।