বেলিয়া, 15 মে : অঙ্কুর পাঠশালা ৷ নাম শুনে মনে হতেই পারে পাঠশালার আবার এ হেন নামকরণ কেন ? পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্ভুক্ত বেলিয়া গ্রামে অবস্থিত এই পাঠশালার উদ্দেশ্য হল লোধা শবর অধ্যুষিত জঙ্গলমহলের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের হাতে কলমে শিক্ষিত করা (Initiative Taken at Belia to Provide Proper Education Among Backward Class)৷
আনুষ্ঠানিকভাবে 25 শে বৈশাখ ছোট ছোট পড়ুয়াদের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতের সুরে এবং আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে অঙ্কুর পাঠশালার সূচনা হয় ৷ উদ্বোধন করেন ক্ষীরপাই পৌরসভায় কর্মরত অফিসার এবং বিশিষ্ট সমাজসেবী প্রতাপ বিশ্বাস । আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষক সুমি বিশ্রাম, অরিন্দম মুখোপাধ্যায় এবং সালমা সুলতানার সহযোগিতাও রয়েছে এই পাঠশালা চালুর পিছনে ।
মূলত করোনা আবহে স্কুলছুট কমানো এবং পড়াশোনায় পড়ুয়াদের আগ্রহী করে তোলার লক্ষ্যেই এই পাঠশালা বলে জানাচ্ছেন অঙ্কুর পাঠশালার শিক্ষক ফারুক আলি । তাঁর কথায়, "আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপাতত 40জন ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই পাঠশালা ৷ এখানে সবাই পড়তে আসতে পারে ৷ তবে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয় ৷ বিনামূল্যে তাদের পাঠ দেওয়া হয় ৷"