ঘাটাল, 15 অগস্ট : বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা । তবে জলযন্ত্রণাকে সঙ্গী করেই স্বাধীনতা দিবস উদযাপন করলেন ঘাটালবাসী ।স্কুল-কলেজের পাশাপাশি স্বাধীনতা দিবস পালন বিভিন্ন ক্লাবে ক্লাবে ।
প্রাকৃতিক বিপর্যয়ে লন্ডভন্ড হয়েছে গোটা দেশ ৷ লন্ডভন্ড হয়েছে এরাজ্যের ঘাটালও । অতিরিক্ত পাওনা বন্যা পরিস্থিতি ৷ এই জলমগ্ন পরিবেশের মধ্যেই স্বাধীনতা দিবস পালন করলেন ঘাটালবাসী ৷ অনেক স্কুলই এখনও জলের নিচে ৷ ডিঙ্গি ও নৌকায় করে পড়ুয়া, অভিভাবক, শিক্ষকদের স্কুলে পৌঁছতে দেখা গেল ৷ হাঁটু জলে দাঁড়িয়েই উত্তোলন করা হল জাতীয় পতাকা ৷ গাওয়া হল জাতীয় সঙ্গীত ৷ যতই বিপর্যয় হোক না কেন, 75তম স্বাধীনতা দিবসের আনন্দ থেকে বাদ পড়া যায় না ৷ বিশেষ দিনে তাই এভাবেই বীর শহিদদের সম্মান জানালেন ঘাটালবাসী ৷
ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "করোনা আর এই জলযন্ত্রণা কিছুটা হলেও বাদ সেধেছে স্বাধীনতা দিবসে । অনুষ্ঠান সূচিতে কাটছাঁট করা হয়েছে ৷ বন্যা 11জন ঘাটালবাসীর প্রাণ কেড়েছে ৷ তাই শোকের আবহেই পালিত হল 75তম স্বাধীনতা দিবস ৷"