পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোষ্ঠীদ্বন্দ্ব মিটলেই নির্বাচনে বেশি আসন পাব : দেব - TMC

"এবার থেকে বুথস্তরের কর্মীদের সতর্ক থাকতে হবে । সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে । গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিলেই সামনের নির্বাচনে অনেক বেশি আসন পাব । " ঘাটালের কর্মিসভায় এসে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন সাংসদ দেব ।

দেব- ফাইল ছবি

By

Published : Jun 10, 2019, 11:55 PM IST

Updated : Jun 11, 2019, 12:02 AM IST

ঘাটাল, 10 জুন : গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিতে পারলে সামনের নির্বাচনে বেশি আসন পাব । দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে এই মন্তব্য করলেন ঘাটালের সাংসদ দেব ।

আজ ঘাটালের টাউন হলে দলীয় কর্মিসভায় যান অভিনেতা-সাংসদ দেব । সেখানেই তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, "নিজেদের মধ্যে যে ভেদাভেদ ও দূরত্ব তৈরি হয়েছে, তা ভুলে গিয়ে দলকে নিয়ে ভাবতে হবে । তবেই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব । দলের সবাইকে নিয়ে চলতে হবে । এটা দিদিরও বার্তা । এখনও অনেক সময় বাকি আছে । এবার থেকে বুথস্তরের কর্মীদের সতর্ক থাকতে হবে । সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে । আমাদের উন্নয়নের কথা বাড়ি বাড়ি গিয়ে জানাতে হবে । গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিলেই সামনের নির্বাচনে অনেক বেশি আসন পাব ।"

ভিডিয়োয় শুনুন দেবের বক্তব্য

আজ দলীয় কর্মিসভায় উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, ঘাটালের বিধায়ক শংকর দোলুই, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ মাজি-সহ অন্যরা । ঘাটালের টাউন হলে কর্মিসভা করে দেব দাসপুরের মিলনমঞ্চ ও সোনাখালিতেও কর্মিসভা করেন ।

Last Updated : Jun 11, 2019, 12:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details