চন্দ্রকোনা, 11 মার্চ:প্রথমে নিজের দু'বছরের কন্যাকে বিষ খাওয়ালেন তিনি ৷ এরপর নিজে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক গৃহবধূর ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ শিশু কন্যা এবং গৃহবধূকে ভরতি করা হয়েছে ঘাটাল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বওড়া গ্রামে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও বিষ খাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের। কারণ পরিবারের সদস্যদের বক্তব্য, তারা তখন বাড়িতে ছিলেন না ৷ ঘটনাস্থলে ছিলেন না গৃহবধূর স্বামীও (Housewife poisons herself and her two year old daughter)।
জানা গিয়েছে, চন্দ্রকোনার বওড়া গ্রামের বাসিন্দা চঞ্চল সিং'য়ের স্ত্রী সুচিত্রা ৷ বাড়িতে কেউ না-থাকার সুযোগে শনিবার সকালে নিজের দু'বছরের কন্যা সন্তানকে কীটনাশক খাওয়ান তিনি ৷ তারপর সুচিত্রা নিজেও কীটনাশক খান । তড়িঘড়ি পরিবারের সদস্যরা তা জানতে পেরে প্রথমে তাঁদের দু'জনকে ক্ষীরপাই হাসপাতালে ভরতি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।