দাসপুর, 5 জুলাই: বাড়িতে ভাত খাওয়ার সময় হঠাৎই ভেঙে পড়ল মাটির দেওয়াল । আর তাতেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই অন্তঃসত্ত্বা গৃহবধূর । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । দুই বধূ সম্পর্কে জা । সোমবার দুপুরে রান্নাঘরে ভাত খাওয়ার সময় আচমকাই পাশের বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । তাতে চাপা পড়েন দুই গৃহবধূ । স্থানীয়রা দেওয়াল ভাঙা সরিয়ে তাঁদের উদ্ধার করলেও মৃত্যু আটকানো যায়নি ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রাজনগর গ্রামে । মৃত দুই বধূর নাম খুশি দোলুই ও নিরঞ্জনা দোলুই । জানা গিয়েছে, দু‘জনই অন্তঃসত্ত্বা ছিলেন ৷
মৃতদের প্রতিবেশী অজিতবর দোলুই নামে এক ব্যক্তির ভগ্ন দোতলা মাটির বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খুশিদের বাড়িতে । সেই সময় দুই বধূ-সহ পরিবারের 6 জন সদস্য তাঁদের বাড়ির রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলেন । অন্যান্যরা বেরিয়ে আসতে পারলেও খুশি ও নিরঞ্জনা চাপা পড়ে যান । খবর পেয়ে পাড়া প্রতিবেশীদের চেষ্টায় তাঁদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন । প্রতিবেশীদের থেকে জানা যায়, মৃত খুশি দোলুইয়ের স্বামী শম্ভু কাঠের কাজ করেন এবং নিরঞ্জনার স্বামী সুদর্শন সোনার কাজ করেন । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটালের এসডিপিও সহ দাসপুর থানার পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যরা । উদ্ধারকারী দল পাঠান দাসপুর 1 ব্লকের বিডিও বিকাশ নস্কর ।