পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Boat Owners : আগের টাকা না-মেলায় এবার বন্যায় নৌকা দিতে নারাজ মালিকদের - বন্যার আগেই ঘাটালে বৈঠক জেলাশাসকের

বর্ষা-বন্যা এই ঘাটালবাসীর জীবনে দীর্ঘ দিনের সমস্যা ৷ যা প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন নেই ৷ বিশেষত ঘাটালকে বন্যার হাত থেকে রক্ষা করতে ঘাটাল মাস্টার প্ল্যান বিশ বাও দূরে ৷ কবে ঘাটালবাসীর জীবন থেকে বন্যার কালো ছায়া দূর হবে তা জানা নেই ৷ বর্ষা রাজ্যে প্রবেশ করে গিয়েছে ৷ শুক্রবার বন্যার আগে এলাকার পরিস্থিতি পরিদর্শন করলেন জেলাশাসক আয়েশা রানি (Boat Owners Warn Local Administrations) ৷

Boat Owners Warn Local Administrations
বন্যার সময় নৌকা দিয়েও মেলেনি টাকা

By

Published : Jun 25, 2022, 10:42 PM IST

ঘাটাল, 25 জুন: ঘাটালে নৌকো মালিকদের হুঁশিয়ারিতে অস্বস্তিতে ব্লক প্রশাসন । বন্যা দোরগড়ায় । গতবারের বন্যার নৌকো ভাড়ার টাকা না-মেলার অভিযোগ তুলে সরব নৌকো মালিকরা । তাদের হুমকি চলতি বছরে বন্যায় নৌকো দেবে না আর ৷ এতে অস্বস্তিতে ঘাটাল ব্লক প্রশাসন (Boat Owners Warn Local Administrations)।

প্রতিবছর বন্যায় ঘটালের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায় ৷ বিশেষত, ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েত, ঘাটাল পৌর এলাকা-সহ রাজ্য সড়ক ও জলের তলায় ডুবে যায় । সেই সময় ঘাটালের মানুষের যোগাযোগের একমাত্র অবলম্বন বলতে নৌকা ৷ বন্যা কবলিত মানুষকে নৌকা পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পূর্ত দফতর ও পুলিশ প্রশাসন নৌকা ভাড়া নেয় ২৫-৩০ লক্ষ টাকা ব্যয়ে। প্রায় 50 থেকে 52টি নৌকা ভাড়া নেয় প্রশাসন ৷ তাও নাম মাত্র ভাড়ায় ৷

বন্যার সময় পূর্তদফতর থেকে প্রতিদিন হিসাবে নৌকা ভাড়া বাবাদ দেওয়া হয় 2600 টাকা । আর পঞ্চায়েতের পক্ষ থেকে দিন প্রতি 1600 টাকা ভাড়া দেওয়া হয় একটি নৌকার জন্য । অথচ এই নৌকার রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়ে যায় বছরে 50 হাজার টাকা ৷ অথচ এই ভাড়ার টাকাও না-পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নৌকা মালিকরা ৷ বকেয়া টাকা না-মেটালে বন্যার সময় প্রাশাসনকে নৌকা না-দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা (Ghatal Boat owners warn local administrations to clear their due in Paschim Medinipur) ৷

এবার বন্যায় নৌকা দিতে নারাজ মালিকদের

আরও পড়ুন :ফের কি ডুববে ঘাটাল ? জরুরি বৈঠকে জেলাশাসক

সম্প্রতি ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জেলাশাসাক আয়েশা রানি ৷ সেখানে নৌকা মালিকদের বকেয়া নিয়ে বিডিওর সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details