শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর নিয়ে তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া মোহনপুর (পশ্চিম মেদিনীপুর), 25 জুলাই: কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানায় অভিযোগ দায়ের হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ পঞ্চায়েত ভোটে হিংসায় উস্কানি দেওয়ার বিষয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে ৷
তবে এই নিয়ে পুলিশের তরফে কেউই কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷ মোহনপুর থানার আধিকারিক থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা, সকলেই মুখে কুলুপ এঁটেছেন ৷ মোহনপুরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন ৷ অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ।
তবে পুলিশের একটি সূত্র থেকে এই ধরনের অভিযোগ দায়ের হওয়ার খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷ ওই সূত্র জানাচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ওই ধারাগুলির মধ্যে কয়েকটি আবার জামিন অযোগ্য বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর করতে হলেও আদালতের অনুমতি নিতে হবে বলে জানিয়েছিল হাইকোর্ট ৷ কিন্তু সম্প্রতি হাইকোর্টের তরফে সেই রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, পুলিশে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে ৷ কিন্তু কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷ তার পরই মোহনপুর থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷
আরও পড়ুন:শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ
এই নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিতকুমার দাস বলেন, ‘‘পুলিশের কোনও কাজ নেই দলদাস ছাড়া । যেখানে নির্যাতিতার অভিযোগ নেওয়া হয় না ৷ কারণ তিনি বিজেপি করেন ৷ সেখানে আমাদের বিরোধী দল নেতার বিরুদ্ধে কোনও কারণ ছাড়াই অভিযোগ দায়ের হয় । এটা নতুন কিছু নয় ।’’
অন্যদিকে এই নিয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূল । পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘ভোটের আগে বিরোধী দলনেতার বিভিন্ন উসকানি মূলক মন্তব্যের জেরে ভোটের দিন দু’টি জায়গায় বিজেপির লোকজন ব্যালট বক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দেয় । তাই সেখানের মানুষের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হয়েছে । কোর্ট মনে করেছে সব মানুষের জন্য আইন সমান, তাই মামলা হয়েছে । বিচারব্যবস্থার উপর আমাদের আস্থা আছে । আইন আইনের মতো কাজ করবে ।’’
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়ো শেয়ার করা হয় ৷ তৃণমূলের অভিযোগ, রাজ্যে যাতে 355 ধারা জারি করা যায়, সেই ব্যবস্থা করার ষড়যন্ত্র করছেন বিরোধী দলনেতা ৷ তার পরই হাইকোর্টে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের অনুমতি চাওয়া হয় ৷ তার পরই শুভেন্দুর রক্ষাকবচ হাইকোর্ট সরিয়ে নেয় ৷ রক্ষাকবচ সরে যেতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হল অভিযোগ ৷
আরও পড়ুন:শুভেন্দুকে দেখে নয়াগ্রামে ‘চোর’ স্লোগান, তৃণমূলকে পালটা হুঁশিয়ারি বিরোধী দলনেতার