মেদিনীপুর 26 ফেব্রুয়ারি : স্বামী বেঁচে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিধবা ভাতা পাচ্ছিলেন (Wife Receive Widow Allowance)। সেই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল গত 22 ফেব্রুয়ারি ৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন । তড়িঘড়ি নির্দেশ দিয়ে বন্ধ করা হল ফুলু বিবির বিধবা ভাতা ৷ ঘটনাটি মেদিনীপুরের কালগাং মালিয়াড়ি এলাকার ঘটনা ৷ দুয়ারে সরকারে ভুল ডকুমেন্টস কোথাও একটা ভুল হয়েছিল যার জন্যই এই ঘটনা ঘটে যায় জানান, জেলা ব্লক আধিকারিক ৷
উল্লেখ্য মেদিনীপুরের কালগাং মালিয়াড়া এলাকার বাসীন্দা বাবলু মোল্লা ও ফুলু বিবি । তাদের পাঁচ ছেলেমেয়ে রয়েছে । ফুলু বিবি রান্নার কাজ করেন ৷ সরকারি নিয়মানুয়ায়ী স্বামী মারা গেলে স্ত্রী-রা বিধবা ভাতা । অথচ স্বামী বাবলু মোল্লা জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতা পাচ্ছেন ফুলু বিবি । আবার ব্যাংকে গিয়ে বার্ধক্য ভাতা তুলছেন মাসে মাসে (Man gets Old Age Allowance) ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ সরকারি উদাসীনতারই অভিযোগ করছেন সাধারণ মানুষ ৷ সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কারসাজি।
এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার বলেন, "এই ঘটনা ঘটার পরেই ইটিভি ভারত প্রথম খবর করে ৷ আমরা ও সমস্ত তথ্য তারপরেই ব্লক আধিকারিককে জানিয়েছি । তাঁরা জানার পর থেকেই ওনার ভাতা বন্ধ হয়েছে । আমরা চেষ্টা করব উনি যেহেতু গরিব তাই অন্য কোনও সরকারি প্রকল্পে সুবিধা পান কি না, সেটা দেখার ।"