পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের তোলাবাজির জেরে দুর্ঘটনা ? আহত 11

হঠাৎ লরি থামিয়ে টাকা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে । নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা বাসের । আহত 11 ।

দুর্ঘটনাগ্রস্ত বাস

By

Published : Jun 5, 2019, 1:59 PM IST

Updated : Jun 5, 2019, 3:04 PM IST

চন্দ্রকোণা, 5 জুন : চন্দ্রকোণা রাজ্য সড়কে বাস ও লরির সংঘর্ষ । অভিযোগ, এই দুর্ঘটনার জন্য দায়ি পুলিশের তোলাবাজি । দুর্ঘটনায় আহত 11 জন । তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বাকিরা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।

আহত বাসযাত্রী

চন্দ্রকোণা রাজ্য সড়ক দিয়ে খেতুয়া-ডানলপ রুটের একটি বাস যাচ্ছিল । সকাল থেকে বৃষ্টি হওয়ায় ধীর গতিতেই আসছিল বাসটি । অভিযোগ, সেইসময় হঠাৎ বাসের সামনে থাকা লরিটিকে তোলা আদায়ের জন্য থামায় পুলিশের একটি ভ্যান । আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি । ধাক্কা মারে লরিটিকে । ভেঙে যায় বাসটির সামনের অংশ । বাইরে ছিটকে যায় যাত্রীরা । আহত হয় 11 জন । তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে । সেখানে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ঘাটাল হাসপাতালে পাঠানো হয় । দুর্ঘটনায় সাময়িক যানজট হয় । পুলিশ পরে যান চলাচল স্বাভাবিক করে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

বাসযাত্রী গণেশ ঘোষ বলেন, "ধীর গতিতেই যাচ্ছিল বাস । হঠাৎ বাঁদিক থেকে একটি পুলিশের গাড়ি এসে বাসের সামনে থাকা লরিটাকে দাঁড় করায় । তারপর টাকা চায় । আর আমাদের বাসটা লরির পেছনে গিয়ে ধাক্কা মারে । আমরা কলকাতা যাচ্ছিলাম ডাক্তার দেখাতে । এখন ঘাটাল হাসপাতালে এসেছি । এই পুরো দুর্ঘটনার জন্য পুলিশের তোলাবাজি দায়ি ।"

Last Updated : Jun 5, 2019, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details