পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে দুয়ারে ডাক্তার পরিষেবা প্রশাসনের

বন্যা কবলিত ঘাটালে এবার দুয়ারে ডাক্তার কর্মসূচি চালু করল জেলা প্রশাসন ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ থেকে ঘাটালের বন্যা কবলিত এলাকাগুলিতে প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য সামগ্রী নিয়ে পৌঁছে যান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ৷ ঘাটাল ছাড়াও রাজ্যের অন্যান্য বন্যা কবলিত এলাকাগুলিতেও এই দুয়ারে ডাক্তার কর্মসূচি শুরু করা হয়েছে ৷

Duare Doctor at Flood Effected area in Ghatal West Medinipur
Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে দুয়ারে ডাক্তার পরিষেবা নিয়ে হাজির প্রশাসন

By

Published : Aug 4, 2021, 9:25 PM IST

ঘাটাল(পশ্চিম মেদিনীপুর), 4 আগস্ট : বন্যা কবলিত ঘাটালে (Ghatal) দুয়ারে ডাক্তারের কর্মসূচি শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফর ৷ বিশেষ করে জলমগ্ন এলাকার মানুষদের সর্দি, কাশি, জ্বর ও পেটের অসুখের জন্যই এই দুয়ারে ডাক্তার (Duare Doctor) কর্মসূচি শুরু করা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)-র নির্দেশে রাজ্যের প্রতিটি বন্যা দুর্গত এলাকায় এই কর্মসূচি শুরু করা হয়েছে । লাইফ বোট ও নৌকায় করে চিকিৎসকরা বন্যা কবলিত এলাকাগুলিতে যাচ্ছেন ৷ সঙ্গে থাকছেন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা ৷

গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে জলবন্দি ঘাটালের 10টি ব্লক ৷ যার মধ্যে মনসুকা, অজয়নগর, দেওয়ানচকের মতো বড় এলাকাগুলি রয়েছে ৷ বন্যা কবলিত গ্রামগুলিতে জলবন্দি হয়ে রয়েছেন বহু মানুষ ৷ জলবন্দি মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে তাই ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা চালু করা হয়েছে ৷ মঙ্গলবার মহকুমা স্বাস্থ্য দফতর, ঘাটাল থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে লাইফ বোট নিয়ে বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ ঘাটালের এসডিপিও এবং ঘাটাল থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে পাঁচটি বোট নিয়ে জলবন্দি ঘাটালের অজয়নগর, মনসুকা এলাকায় যান চিকিৎসকরা ।

দুয়ারে ডাক্তার পরিষেবা প্রশাসনের

আরও পড়ুন : Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে পরিদর্শন সাংসদ দেবের

বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতালের মেডিক্যাল অফিসার, নার্স ও আশাকর্মীরা পৃথক পৃথক দলে ভাগ হয়ে প্রয়োজনীয় ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যা কবলিত গ্রামে যান ৷ সেখানে অসুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা এবং দুর্গতদের প্রয়োজন মতো ওষুধ বিতরণ করা হয় । মূলত জলবন্দি মানুষদের এসময় জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দিচ্ছে ৷ এমনকি পানীয় জলের সমস্যা থাকায় এসময় জলবাহিত নানান রোগ দেখা দিতে পারে । সেই কারণে জিওলিন জাতীয় ওষুধ দুর্গতদের দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

এদিন ঘাটাল থানার পুলিশের তৎপরতায় জলবন্দি অজয়নগর গ্রামের এক মাসের অসুস্থ শিশুকে উদ্ধার করে লাইফ বোটে হাসপাতালে পাঠানো হয় । জলবন্দি গ্রামগুলি থেকে এরকম অসুস্থতার খবর প্রায়ই পাওয়া যাচ্ছে ৷ তাই তাঁদের স্বাস্থ্যের দিকে নজর দিতে যৌথ উদ্যোগে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ।

ABOUT THE AUTHOR

...view details