ঘাটাল(পশ্চিম মেদিনীপুর), 4 আগস্ট : বন্যা কবলিত ঘাটালে (Ghatal) দুয়ারে ডাক্তারের কর্মসূচি শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফর ৷ বিশেষ করে জলমগ্ন এলাকার মানুষদের সর্দি, কাশি, জ্বর ও পেটের অসুখের জন্যই এই দুয়ারে ডাক্তার (Duare Doctor) কর্মসূচি শুরু করা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)-র নির্দেশে রাজ্যের প্রতিটি বন্যা দুর্গত এলাকায় এই কর্মসূচি শুরু করা হয়েছে । লাইফ বোট ও নৌকায় করে চিকিৎসকরা বন্যা কবলিত এলাকাগুলিতে যাচ্ছেন ৷ সঙ্গে থাকছেন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা ৷
গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে জলবন্দি ঘাটালের 10টি ব্লক ৷ যার মধ্যে মনসুকা, অজয়নগর, দেওয়ানচকের মতো বড় এলাকাগুলি রয়েছে ৷ বন্যা কবলিত গ্রামগুলিতে জলবন্দি হয়ে রয়েছেন বহু মানুষ ৷ জলবন্দি মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে তাই ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা চালু করা হয়েছে ৷ মঙ্গলবার মহকুমা স্বাস্থ্য দফতর, ঘাটাল থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে লাইফ বোট নিয়ে বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ ঘাটালের এসডিপিও এবং ঘাটাল থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে পাঁচটি বোট নিয়ে জলবন্দি ঘাটালের অজয়নগর, মনসুকা এলাকায় যান চিকিৎসকরা ।
আরও পড়ুন : Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে পরিদর্শন সাংসদ দেবের