খড়্গপুর,12 জুন :দিলীপ ঘোষের নির্দেশে তৈরি হল মডেল কোয়ারানটিন সেন্টার । আজ সেই সেন্টার পরিদর্শন করে স্বস্তি প্রকাশ করলেন তিনি । রাজ্য সরকারের কোয়ারানটিন সেন্টারের পরিকাঠামো নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সরকারি কোয়ারানটিন সেন্টারে পরিযায়ী শ্রমিকদের রাখার ব্যবস্থা ঠিকভাবে করেনি রাজ্য সরকার । এই অভিযোগও করেন দিলীপ । তাই নিজেই উদ্যোগ নিয়েছিলেন মডেল কোয়ারানটিন সেন্টার তৈরি করার জন্য । সদ্য তৈরি হওয়া এই কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করলেন দিলীপ ঘোষ । খড়্গপুরের অর্জুনিতে কোয়ারানটিন সেন্টার দেখার পর তিনি স্বস্তি প্রকাশ করলেন l এই কোয়ারানটিনে থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি l
মডেল কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করে স্বস্তি দিলীপের - মডেল কোয়ারানটিন সেন্টার
BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে তৈরি হল মডেল কোয়ারানটিন সেন্টার ।খড়্গপুরের অর্জুনিতে তৈরি হওয়া এই কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করে আজ স্বস্তি প্রকাশ করলেন দিলীপ ঘোষ ।
সরকারি কোয়ারানটিনে পরিযায়ী শ্রমিকরা ভালো নেই । এই নিয়ে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিরোধীরা l BJP-র পক্ষ থেকে একাধিকবার রাজ্য সরকার ও শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করা হয় l কোয়ারানটিন সেন্টারের খাবার থেকে যাবতীয় ব্যবস্থা নিয়ে একাধিকবার অভিযোগ করা হয় l পরিযায়ী শ্রমিকেরাও সরকারি কোয়ারানটিনের ব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে । অনেককে আবার কোয়ারানটিন সেন্টার থেকে পালিয়েও যায় বলে অভিযোগ । পুলিশ আবার তাদের ধরে আনে বলে জানা যায় । । এজন্য BJP-র পক্ষ থেকে তৈরি করা হল আদর্শ কোয়ারানটিন সেন্টার । তার আগে একাধিকবার সরকারি কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করার চেষ্টাও করেন BJP রাজ্য সভাপতি । কিন্তু প্রতিবারই তাঁর সেই চেষ্টা সফল হয়নি বলে দিলীপ অভিযোগ করেন । কোয়ারানটিন সেন্টারে আসার চেষ্টা করতেই পুলিশ বাধা দেয় ।
এবার তাই নিজেরাই গড়ে ফেললেন একটি মডেল কোয়ারানটিন সেন্টার l এই কোয়ারানটিন সেন্টার গড়ে উঠেছে খড়গপুর গ্রামীণ ব্লকের খেমাশুলির অর্জুনিতে l এই সেন্টারে রেখেছেন 23 জন শ্রমিককে ।বিভিন্ন সুযোগ-সুবিধা ও খাওয়া-দাওয়া দেওয়া হচ্ছে এই কোয়ারানটিনে l BJP-র গড়ে তোলা মডেল কোয়ারানটিন সেন্টারে 23 জন পরিযায়ী শ্রমিক ভালোই রয়েছেন বলে দাবি করেন BJP-র রাজ্য সভাপতি l এই কোয়ারানটিন সেন্টার দেখতে এসে দিলীপ ঘোষ সেখানে কথাও বলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে l পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখতে করতে আসেন পুরুলিয়ার সাংসদ জোতির্ময় সিং মাহাতো l