মেদিনীপুর, 1 নভেম্বর : এবার লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । আজ তিনি মেদিনীপুরে অমিত শাহের জেলা সফর নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানে যোগ দেওয়ার শহরে আসেন । সেই বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিক বৈঠকে হাজির হন তিনি । সেখানে লোকাল ট্রেন চালানো নিয়ে প্রশ্ন করলে BJP-র রাজ্য সভাপতি বলেন, "এর আগে বারবার রাজ্য সরকারকে চিঠি দিয়েছি ট্রেন চালানোর জন্য ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর চামড়া মোটা হয়ে গিয়েছে ৷ কান বন্ধ হয়ে গিয়েছে ৷ কিছুতেই কানে ঢুকছে না । গতকাল হাওড়ায় যেভাবে গন্ডগোল হয়েছে, পুলিশের লাঠিচার্জে যেভাবে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, তারপরে সরকারের টনক নড়েছে । শেষ পর্যন্ত তারা রেলকে চিঠি দিয়েছে লোকাল ট্রেন চালানোর জন্য । এতদিন পর তাদের সৎ বুদ্ধির উদয় হয়েছে ।"
"চামড়া মোটা হয়ে গিয়েছে", লোকাল ট্রেন নিয়ে রাজ্যকে আক্রমণ দিলীপের - দিলীপ
মেদিনীপুরের একটি সভায় যোগ দিতে এসে আজ লোকাল ট্রেন চালানো নিয়ে BJP-র রাজ্য সভাপতি দীলিপ ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "যেখানে বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে, অটো-টোটো চলছে ৷ মেট্রো চলছে ৷ সেখানে কেবল মাত্র লোকাল ট্রেন চালালেই কি কোরোনা বৃদ্ধি হবে ?"
তিনি আরও বলেন, "যেখানে বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে, অটো-টোটো চলছে ৷ মেট্রো চলছে ৷ সেখানে কেবল মাত্র লোকাল ট্রেন চালালেই কি কোরোনা বৃদ্ধি হবে ? আসলে রাজ্য সরকার কোনও একটি অজ্ঞাত কারণেই এতদিন লোকাল ট্রেন চালায়নি ৷ কিন্তু কেন সেটা আজও অজানা । এরমধ্যে রাজ্য সরকারের ভেতরের কী কারণ রয়েছে তাও বোঝা মুশকিল । আমরা চাই অবিলম্বে সরকারের লোকাল ট্রেন চালানো উচিত ৷ যাতে গরিব খেটে-খাওয়া মানুষ, যাঁরা রেলের উপর জীবিকা নির্বাহ করে থাকেন তাঁরা অন্তত কিছু খাবার পান ।"
এরপর রাজ্যপালের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যপালের বক্তব্যকে আমি সমর্থন করি । যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় BJP নেতা-কর্মীদের প্রকাশ্যে মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে , সেখানে DM, SP কোনও ব্যবস্থা নিচ্ছেন না । যেখানে একটা FIR হয় না । সেখানে DM, SP কি সঠিক কাজ করছেন ? তাছাড়া মেদিনীপুরের সাংসদ আমি ৷ দীর্ঘদিন ধরে আমি জেলার জেলাশাসকের কাছে আবেদন করেছি দেখা করার জন্য । কিন্তু জেলাশাসক আমার সঙ্গে একটি বারের জন্য দেখা করেননি । জানাননি কোনও সম্মান । এছাড়াও আমি রাজ্য সভাপতি বিরোধী দলের ৷ সেক্ষেত্রেও জেলাশাসকের একবার দেখা করার প্রয়োজন বোধ হয়নি । কোনও অনুষ্ঠানে আমাদের ডাকেন না । একবার ডেকেও তিনি দেখা করেননি । অনেকক্ষণ বসে থেকে আমি ফিরে আসতে বাধ্য হয়েছি । তাই রাজ্যপাল, DM এবং SP প্রসঙ্গে যা বলেছেন তা একদম সঠিক এবং উপযুক্ত । "